প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন ৮৭ লক্ষ ১৭ হাজার বাংলাদেশি বিদেশে শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন।
এর মধ্যে পুরুষ কর্মী ৮৪ লক্ষ ৪০ হাজার ৭৪০ জন এবং নারী কর্মী ২ লক্ষ ৭৬ হাজার ২৬২ জন।
মঙ্গলবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্য শেখ মো. নুরুল হকের এক প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান মন্ত্রী।
আরেক সংসদ সদস্য একে এম মাইদুল ইসলামের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে অর্জিত রেমিটিন্স দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখছে। বর্তমানে জিডিপিতে রেমিটেন্সের অবদান ১৩ শতাংশের বেশি।
সংসদ সদস্য মোরশেদ আলমের এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ জানান, বিশ্বের ১৫৯ টি দেশে কর্মরত প্রবাসী কর্মীদের মাধ্যমে ডিসেম্বর ২০১৩ পর্যন্ত প্রাপ্ত রেমিটেন্স এক লক্ষ ১৮ হাজার ৮৪৪ মিলিয়ন ইউএস ডলার।
আরেক সাংসদ শফিকুল ইসলাম শিমুলের এক প্রশ্নের জবাবে তিনি জানান, গুটি কয়েক অসাধু রিক্রুটিং এজেন্সি বিদেশে কর্মী প্রেরণের নামে হয়রানি ও প্রতারণা করছে। অন্যদিকে উচ্চ অভিবাসন ব্যায়ের কারণে বৈদেশিক শ্রম বাজার আজ হুমকির সম্মুখীন।
তিনি বলেন, ‘এসকল রিক্রুটিং এজেন্সির প্রতারণা থেকে বিদেশগামী কর্মীদের রক্ষার লক্ষ্যে সরকার জনশক্তি প্রেরণের কার্যক্রম ডিজিটাল নেটওয়ার্কের আওতায় এনেছে।