DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

সাইবার যুদ্ধ শুরু হয়ে গেছেঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনা

image_84999_0 স্বাধীনতা বিরোধী ও মৌলবাদীদের সঙ্গে দেশের সাইবার যুদ্ধ শুরু হয়ে গেছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এ নিয়ে যাতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। এসময় তার বক্তব্যকে সমর্থন জানান দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।



স্বাধীনতা বিরোধীদের সাইবার অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘এ ব্যাপারে আমাদের এখনি গুরুত্ব দিতে হবে। স্বাধীনতা বিরোধীদের অপপ্রচারে তরুণ প্রজন্ম যাতে বিভ্রান্ত না হয় সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।’



সৈয়দ আশরাফের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে অনানুষ্ঠানিক বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘আসলেই এটা সত্য। আমাদের ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে। যাতে ভয়াবহ অবস্থা তৈরি হতে না পারে।’

 

এসময় সৈয়দ আশরাফ বলেন, ‘প্রতিষ্ঠিত জাতীয় দৈনিকের ব্লগে ঢুকতে হলে রেজিস্ট্রেশন করা লাগে। দেশের বেশিরভাগ বহুল প্রচারিত ইংরেজি ও বাংলা দৈনিকের ওয়েবসাইটে গেলে দেখা যায় ম্যাক্সিমাম ব্লগার ইসলামী ছাত্রশিবিরের ও মৌলবাদী আদর্শে বিশ্বাসী।’



অনলাইনে ভোট দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘যেকোনো বিষয়ে ভোট দিলে দেখবেন ৯০ শতাংশ ওদের বাকি ১০ শতাংশ ভোট আমাদের পক্ষে। তারা এভাবেই ব্লগগুলো দখল করে আছে। শুধু দেশে না বিদেশ থেকেও তারা এটা করছে। এরা একটা বিশাল চক্র।’



ব্লগ সম্পর্কে তিনি বলেন, ‘ব্লগগুলোতে বেশিরভাগই ইয়াংম্যান। তাদের মাইন্ডগুলো যাতে বিকৃত মানুষের মতো গড়ে উঠতে না পারে সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। এ বিষয়ে আমাদের কার্যকরী ভূমিকা রাখা প্রয়োজন।’



প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

 

Share this post

scroll to top
error: Content is protected !!