আবারো কোটা বিতর্কে সরকার! যুক্তরাজ্য মিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদিকে বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহাম যুক্তরাজ‍্যে দ্বিতীয় সচিব পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। হাদি হত্যার বিচার না করে তার ভাইকে যুক্তরাজ্য মিশনে নিয়োগ দেওয়ায় ফেইসবুকে সাধারন শিক্ষার্থী ও  জেন-জিরা লিখছে – 'কোটা না মেধা?'। এই নিয়োগ নিয়ে সাধারন শিক্ষার্থীদের মাঝে ও নেট দুনিয়ায় বইছে সরকারকে নিয়ে সমালোচনার ঝড়। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এই প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বাস্থ্য প্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক প্রজ্ঞাপনে সই করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নিয়োগকালীন সময়ে তিনি অন্য কোনও পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনও প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না। নিয়োগ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

Share this post

scroll to top