ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ব্রাহ্মণবাড়িয়া -৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির চুড়ান্ত মনোনীত প্রার্থী কবীর আহমেদ ভূইয়া বলেছেন, “বেগম খালেদা জিয়া ছিলেন জনগণের কিংবদন্তি হৃদয়ের স্পন্দন। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”
১৪ ডিসেম্বর, বুধবার বিকেলে বায়েক ইউনিয়ন বিএনপির উদ্যোগে নয়নপুর বাজারে দলের চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— বেলাল উদ্দিন সরকার তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি; এডভোকেট ফখর উদ্দিন আহমদ খান পিপি, সভাপতি, কসবা উপজেলা বিএনপি;
শরিফুল হক স্বপন, সাধারণ সম্পাদক, কসবা উপজেলা বিএনপি; শরীফুল ইসলাম ভূইয়া, সভাপতি, কসবা পৌর বিএনপি;
আইয়ুম খান, সাধারণ সম্পাদক, কসবা পৌর বিএনপি; মো. কামাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক, কসবা উপজেলা বিএনপি; বশির চৌধুরী, সিনিয়র সহসভাপতি, কসবা পৌর বিএনপি; আব্দুল আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক, কসবা উপজেলা বিএনপি; মনির হোসেন, সাধারণ সম্পাদক, বায়েক ইউনিয়ন বিএনপি; মোখলেসুর রহমান, যুগ্ম আহ্বায়ক, জেলা কৃষক দল; সেলিম অপু, সহসম্পাদক, কসবা উপজেলা বিএনপি; সাইফুল ইসলাম, সাবেক আহ্বায়ক, কসবা উপজেলা ছাত্রদল; মো. জুয়েল, সাবেক সদস্য সচিব, উপজেলা ছাত্রদল; সিরাজুল হক ইমু, সাবেক যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল; সাহিদুল খা, সাবেক সদস্য সচিব, কসবা পৌর ছাত্রদল; সাবেক কসবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এন আপেল, সাবেক যুগ্ম আহবায়ক শিমুল মিয়া, এ ছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় শতশত সাধারণ মানুষ।
প্রধান অতিথি কবীর আহমেদ ভূইয়া আরও বলেন,
“বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার ও বহুদলীয় রাজনীতির অটল প্রতীক। তাঁর আদর্শ ও ত্যাগ আমাদের আন্দোলনের প্রেরণা। জনগণের অধিকার পুনরুদ্ধারে আমরা আরও শক্তিশালী আন্দোলন গড়ে তুলবো।”
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। জিয়া পরিবারের জীবিত সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তিনি যেন দেশ ও গণতন্ত্রের সংকটকালীন এই দায়িত্ব সফলভাবে পালন করতে পারেন—সে প্রার্থনাও করা হয়।




