সেনাপ্রধানের সঙ্গে কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজু: সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রদূত সামিয়াহ এশা জোহার হায়াতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা, বিশেষ করে যৌথ সামরিক প্রশিক্ষণ, এক্সারসাইজ, সেমিনার ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এছাড়াও কুয়েতে বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে তারা মত বিনিময় করেন।

উল্লেখ্য, বাংলাদেশে নিযুক্ত কুয়েতের মাননীয় রাষ্ট্রদূত আলি তুনিয়ান আবদুল ওয়াহাব হামাদাহ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top