জুলাই আন্দোলন কোনো দল বা ব্যক্তির একার নয়: তারেক রহমান

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ বুধবার (৬ আগস্ট) লন্ডনে ডা. জুবাইদা রহমানের বাবা ও সাবেক নৌ বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

মাহবুব আলী খানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাহবুব আলী খান স্মৃতি সংসদ এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
 
লন্ডনের রয়েল রিজেন্সিতে আয়োজিত শ্বশুরের এই দোয়া মাহফিলে অংশ নিয়ে স্বৈরাচার মুক্তির আন্দোলনে সারাবিশ্বের প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে তারেক রহমান বলেন, জুলাই আন্দোলন সবার। এই আন্দোলনে কেউই একক কৃতিত্বের দাবিদার নন।
  
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে, কাজ করতে হবে দেশের জন্য।
 
তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করবো, আসুন আমাদের যে সুযোগটি এসেছে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। দেশকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য। আসুন আমরা সেই সুযোগটি কাজে লাগাই। যেসব শহীদেরা বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছেন সেই শহীদদের জন্য কাজ করি।
 
বিএনপিরর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন,  আমি আজ এই অনুষ্ঠানের মাধ্যমে সকল বাংলাদেশি প্রবাসীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা বিগত দিনে যেভাবে সহযোগিতা করেছেন ঠিক সেভাবে আগামী দিনে যে গণতান্ত্রিক সরকার আসবে সেই সরকারকেও সহযোগিতা করবেন।
  
মিলাদ ও দোয়া মাহফিলে লন্ডন বিএনপির নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন মাহবুব আলী খানের কন্যা ডা. জুবাইদা রহমানও।
 
মাহবুব আলী খান ১৯৭৯ সালে বাংলাদেশের নৌবাহিনীর প্রধানের দায়িত্ব পান। পরে জিয়াউর রহমানের সরকারে মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৪ সালের ৬ আগস্ট তিনি মারা যান।

Share this post

scroll to top