ইসি সংস্কার ছাড়া এনসিপি নির্বাচনে যাবে না ঘোষণার ব্যাপারে যা বললেন খলিলুর

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ  বর্তমান নির্বাচন কমিশন (ইসি) সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বলে ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই বিষয়ে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান বলেন, প্রত্যেকটি দলের নিজস্ব মতামত আছে। তবে আমরা সকলকে নিয়েই নির্বাচনটা করতে চাচ্ছি। 

আজ শুক্রবার (১৩ জুন) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন—নতুন রাজনৈতিক দল এনসিপি নির্বাচন কমিশন সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বলে ঘোষণা করেছে। এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। উত্তরে খলিলুর রহমান বলেন, এটা উনাদেরকেই (এনসিপি নেতাদের) জিজ্ঞেস করেন। প্রত্যেকটি দলের নিজস্ব মতামত আছে। তবে আমরা সকলকে নিয়েই নির্বাচনটা করতে চাচ্ছি।

এর আগে যৌথ ওই সংবাদ সম্মেলনটিতে একই প্রশ্নের উত্তরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই ব্যাপারে এখানে আলোচনা করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।

শেখ হাসিনার হত্যাযজ্ঞ ও তাকে ফিরিয়ে আনার বিষয়টি নির্বাচনী রূপরেখায় প্রভাব ফেলবে কি না এমন প্রশ্নে খলিলুর রহমান বলেন, সংস্কার ও বিচার নিয়েও যৌথ বিবৃতিতে বলা আছে। আমরা মোটামুটি কনফিডেন্ট, নির্বচানের আগেই আমরা এর অগ্রগতি দেখতে পাব।

যৌথ সংবাদ সম্মেলনে খলিলুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

Share this post

scroll to top