অর্থবহ সংস্কারের মাধ্যমে অর্থবহ নির্বাচন চায় জামায়াত

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ অর্থবহ সংস্কারের মাধ্যমে একটি অর্থবহ নির্বাচন চায় জামায়াতে ইসলামী বাংলাদেশ। আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ।

Share this post

scroll to top