গুলিস্তানে মিছিলের সময় নিষিদ্ধ সংগঠন আ.লীগের ১১ নেতা-কর্মী আটক

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিলের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ১১ নেতা-কর্মীকে আটক করেছে ডিবি। আজ রবিবার সন্ধ্যায় ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

তালেবুর রহমান খুদে বার্তায় বলেন, রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতা-কর্মীকে আটক করেছে ডিবি।

বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশন দলটির নিবন্ধনও স্থগিত করেছে।

Share this post

scroll to top