DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করছেন। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে সারাহ ক্যাথেরিন কুক গুলশানের বাসায় (ফিরোজা) যান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে গুলশানের বাসভবনে গিয়েছিলেন ব্রিটিশ হাইকমিশনার।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, ডা. এফ এম সিদ্দিকী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর ৬ আগস্ট নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সেই দিনই খালেদা জিয়া তার পাসপোর্ট হাতে পান। সম্পন্ন হয় পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া।

Share this post

scroll to top
error: Content is protected !!