জামিনে মুক্তি পেলেন সাইফুল আলম নীরব

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ দীর্ঘদিন কারা ভোগের পর জামিনে মুক্তি পেলেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।  আজ শুক্রবার (২১ জুন) বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি।

যুবদল নেতা আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মুক্তি পাওয়ার পর কারা ফটকে নীরবকে অসংখ্য নেতাকর্মী ফুল দিয়ে বরণ করেন।

এর আগে গত ৩ মার্চ বিকেল ৩টার দিকে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে নীরবকে গ্রেপ্তারের অভিযোগ করেন দলটির নেতাকর্মীরা। পরে ২৫ মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে ‘শ্যোন এরেস্ট’ দেখানোর আবেদন করে পুলিশ।  শুনানি শেষে বিচারক রাজেশ চৌধুরী আবেদন মঞ্জুর করেন।

Share this post

scroll to top