DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

আত্মসমর্পণের পর নিপুণ রায়ের জামিন

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন এবং পরবর্তীতে দায়ের করা সাত মামলায় জামিন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নিপুণ রায় চৌধুরী। তার পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী মহসিন মিয়া, ওমর ফারুক ফারুকী, আবু সেলিম চৌধুরী ও সৈয়দ নজরুল ইসলাম । শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেন।

জামিন পাওয়া মামলাগুলোর মধ্যে রমনা মডেল থানার দুইটি ও পল্টন মডেল থানার পাঁচটি মামলা রয়েছে। সংশ্লিষ্ট আদালতের সরকার পক্ষের আইনজীবী অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, মামলাগুলোয় উচ্চ আদালত থেকে আগাম জামিন পান নিপুণ রায়। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

Share this post

scroll to top
error: Content is protected !!