কারামুক্ত বিএনপি নেতা আলাল

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ দীর্ঘ সাড়ে তিন মাসের বেশি সময় পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন  বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আজ বুধবার বিকাল ৪টায় কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

কারাফটকে তাকে স্বাগত জানান বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। কারামুক্তির পর এক প্রতিক্রিয়ায় মোয়াজ্জেম হোসেন আলাল মানবজমিনকে বলেন, ছোট কারাগার থেকে বৃহৎ কারাগারে এসেছি। এই সরকার গোটা দেশকে কারাগারে পরিণত করেছে। এখন বৃহত্তম কারাগার থেকে স্বৈরাচার সরকার হটানোর আন্দোলন আরো জোরদার করা হবে।

উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর রাজধানীর শহীদনগর থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছিল পুলিশ। 

Share this post

scroll to top