DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

মির্জা ফখরুলের মন্তব্য,জামায়াতের প্রতিবাদ-বিষয়টি মিসআন্ডারস্ট্যান্ডিং বললেল ফখরুল।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ জামায়াতে ইসলামী প্রসঙ্গে শুক্রবার (৩০ জুন) ঠাকুরগাঁওয়ে দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাখ্যা দিলেও শনিবার (১ জুন) প্রতিবাদ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

পরে এ বিষয়ে জানতে চাইলে আজ রাতে মির্জা ফখরুল  বলেন, ‘পুরো বিষয়টিতেই মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। একইসঙ্গে তার বক্তব্য গণমাধ্যমে সঠিকভাবে উদ্ধৃত করা হয়নি।’

এর আগে গতকাল শুক্রবার ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগ আছে কিনা—স্থানীয় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের সঙ্গে যোগাযোগ তো স্পষ্ট হয়ে গেছে। সরকারের লোকেরাই বলছে, অন্যান্যরা বলছে। আমাদের সঙ্গে সব রাজনৈতিক দলের কমবেশি সম্পর্ক থাকবেই। কারণ আমরা তো মানুষের, জনগণের অধিকার নিয়ে আন্দোলন করছি।’

পরে শনিবার বক্তব্যের বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় এর ব্যাখ্যা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, ‘জামায়াত একটা রাজনৈতিক দল, অনেক দিন ধরে রাজনীতি করছে, জাতীয় পার্টিও রাজনৈতিক দল। যদিও এখন জামায়াতের নিবন্ধন নেই। আমি ঠাকুরগাঁওয়ে যে কথাটা বলেছিলাম—জামায়াতে ইসলামী একটা রাজনৈতিক দল, সে তার নিজস্ব ধারায় রাজনীতি করছে।’

এই ঘটনার পর রাত সাড় আটটার দিকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘৩০ জুন শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ‘সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ এখন স্পষ্ট’ বলে মন্তব্য করেন মর্মে কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইনে প্রচারিত হয়। বিএনপি মহাসচিবের এ বক্তব্যে জনগণ হতাশ হয়েছে। আমরা বিএনপি মহাসচিবের বক্তব্য সর্বোতভাবে প্রত্যাখ্যান করছি।’

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামী কোনও ফ্যাসিস্ট, স্বৈরাচার ও জালেমের সঙ্গে আঁতাত, সমঝোতা বা যোগাযোগ করে কখনও রাজনীতি করে না। করার প্রশ্নই আসে না। কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা ও এক দফার আন্দোলনের জন্য গোটা জাতি যখন ঐক্যবদ্ধ, তখন এ জাতীয় বক্তব্য সরকারবিরোধী আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে বলে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে।’

এই বিবৃতি গণমাধ্যমে আসার পর প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জামায়াতের বিবৃতি আমার দৃষ্টিগোচর হয়েছে। জামায়াতের ব্যাপারে বক্তব্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। জামায়াত তো আন্দোলনে আছে। যারা যারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে আছে, তাদের ঘিরে সরকার চাইছে বিতর্ক তৈরি করতে। আমার বক্তব্যটিকে ভিন্নভাবে উদ্ধৃত করা হয়েছে। মূলত এ বিষয়টি একটি মিস আন্ডারস্ট্যান্ডিং।’

প্রসঙ্গত, শনিবার জামায়াতের তরফে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দেওয়া ‘জামায়াত বিএনপির বি-টিম’ বলে যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, ‘জামায়াত কোনও দলের কোনও টিমের সদস্য নয়। সেতুমন্ত্রী আরও বলেছেন, বেগম খালেদা জিয়া অধ্যাপক গোলাম আযমকে নাগরিকত্ব দেন। সেতুমন্ত্রী হয়তো ভুলে গেছেন, ১৯৯২ সালে অধ্যাপক গোলাম আযমকে বিএনপি সরকার গ্রেফতার করে। অধ্যাপক গোলাম আযম দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক তার নাগরিক অধিকার ফিরে পান।’

Share this post

scroll to top
error: Content is protected !!