DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

মোদী উপর তথ্যচিত্রের জেরে ভারতে বিবিসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ?

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ভারতে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) বিরুদ্ধে কর দেওয়ায় অনিয়মের সত্যতা পাওয়ার দাবি করেছে দেশটির আয়কর বিভাগ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বহুল আলোচিত তথ্যচিত্র প্রকাশের কয়েক সপ্তাহের মধ্যে বিবিসির বিরুদ্ধে এ অভিযোগ এলো। খবর এনডিটিভির।

টানা তিন দিন দিল্লি ও মুম্বাইয়ে বিবিসির অফিসে আয়কর বিভাগের কর্মকর্তারা অভিযান চালান। এর ভিত্তিতে শুক্রবার আয়কর বিভাগ জানায়, ভারতে যে ব্যাপকতায় কার্যক্রম পরিচালনা করে বিবিসি, তার সঙ্গে তাদের আয় ও মুনাফা সামঞ্জস্যপূর্ণ নয়। নাম উল্লেখ না করে আয়কর বিভাগ জানায়, তারা 'একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গণমাধ্যম কোম্পানি'র কর্মচারীদের তথ্য এবং সেই সংশ্নিষ্ট নথি সংগ্রহ করেছেন। এতে দেখা গেছে, সুনির্দিষ্ট পরিমাণ মুদ্রায় যথাযথভাবে কর দেওয়া হয়নি।

তবে আন্তর্জাতিক মিডিয়া মহল বিষয়টিকে সহজভাবে মেনে নিতে পারছেনা। তারা বিষয়টিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অতীত নিয়ে বিবিসির তথ্যচিত্র প্রকাশের প্রতিশোধ হিসাবে আখ্যায়িত করছেন।

Share this post

scroll to top
error: Content is protected !!