DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা ঢাকায় এসেছেন

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিতব্য ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে ভারতীয় পক্ষের নেতৃত্ব দিতে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন তিনি।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রাজধানীতে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটিতে (বিএএফ) ভারতের পররাষ্ট্র সচিবকে স্বাগত জানান। ঐসময় ভারতের পররাষ্ট্র সচিবকে আরও স্বাগত জানান বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আবদুল হান্নান, পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এসব কথা জানায়।

পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, দুই পররাষ্ট্র সচিব এফওসিতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যেকার সব দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন। তারা পারস্পরিক স্বার্থের বিষয় ছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান সহযোগিতা পর্যালোচনা করবেন।

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের আসন্ন পৃথক সফরের এজেন্ডা নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র জানায়, সফরকালে ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন সাংবাদিকদের জানিয়েছেন, সর্বশেষ এফওসি ২০২১ সালের ২৯ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। 

ভারতের পররাষ্ট্র সচিব ১৩ থেকে ১৪ ফেব্রুয়ারি নেপালে দুই দিনের সরকারি সফর শেষে ঢাকায় এসেছেন। ২০২২ সালের ১ মে ভারতীয় পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি কোয়াত্রার প্রথম বাংলাদেশ সফর

Share this post

scroll to top
error: Content is protected !!