DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বাংলাদেশে শিক্ষকদের ওপর সাম্প্রতিক হামলায় ইউনিসেফ গভীরভাবে উদ্বিগ্ন

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশে শিক্ষকদের ওপর সাম্প্রতিক কালে ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বজুড়ে শিশুদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ।

আজ (বুধবার) শিক্ষকদের ওপর হামলার বিষয়ে বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েটের একটি বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে শেলডন ইয়েট বলেন, "বাংলাদেশে শিক্ষকদের ওপর সাম্প্রতিক ধারাবাহিক হামলার ঘটনায় ইউনিসেফ গভীরভাবে উদ্বিগ্ন। ইউনিসেফ এসব হামলার নিন্দা জানায় এবং এক্ষেত্রে বাংলাদেশের পাশে রয়েছে। পাশাপাশি, আমরা শিক্ষকদের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানাই।"

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি বলেন, “শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু এই কাজটি পালন করার জন্য – শিক্ষার্থীদের গঠনমূলক চিন্তা করতে শেখানো, তাদের পরিপূর্ণ সম্ভবনা অনুযায়ী ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য – শিক্ষকদের কোনো ধরনের ভীতি ছাড়াই শেখাতে সক্ষম হতে হবে। শিক্ষকদের ওপর হামলা মানে শিক্ষার ওপর হামলা। আমরা যদি শিক্ষকদের সহিংসতা থেকে সুরক্ষিত রাখতে ব্যর্থ হই, তাহলে শেষ পর্যন্ত শিশুরাই ক্ষতিগ্রস্ত হবে।”

Share this post

scroll to top
error: Content is protected !!