DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

আল জাজিরার তথ্যচিত্র সরাতে ফেসবুক ও ইউটিউবকে বিটিআরসি’র অনুরোধ

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সম্প্রতি আল জাজিরায় সম্প্রচারিত এবং বহুল আলোচিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক তথ্যচিত্রটি অবিলম্বে সরিয়ে ফেলার জন্য ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে টেলিফোনে ও ই-মেইলের মাধ্যমে অনুরোধ করেছে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। 

বুধবার (১৭ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় সম্প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ তথ্যচিত্রটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেন হাইকোর্ট। আদালত এ নির্দেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে বাস্তবায়ন করতে বললে কমিশন এ অনুরোধ পাঠায়।

বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘বাংলাদেশকে নিয়ে আল জাজিরায় সম্প্রচারিত কনটেন্ট সরানোর বিষয়ে ইতোমধ্যে বিটিআরসি টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষকে অনুরোধ করেছে। যেহেতু বিজ্ঞ হাইকোর্ট ওই কনটেন্ট সরানোর বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন, তারই পরিপ্রেক্ষিতে বিটিআরসি কনটেন্ট সরানোর বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।’

Share this post

scroll to top
error: Content is protected !!