DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোচ্চার হোনঃজনগনের প্রতি অলি আহমেদ,বীর বিক্রম

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের অন্যতম শরীক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ,বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমেদ,বীর বিক্রম বলেছেন, খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা এমন কোন কর্মসূচি পালন করবো না যাতে দেশের কোন ক্ষতি হয়। এমন কোনও কর্মকান্ড আমরা সমর্থন করি না। খালেদা জিয়ারর মুক্তি ও দেশে পুনঃনির্বাচনের দাবিতে সকলকে অবশ্যই সোচ্চার হতে হবে।  

আজ বিকালে তেজগাঁওয়ে এলডিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 
কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, পাকিস্তানি সেনাবাহিনীর কাছে খালেদা জিয়া সম্মান পেলেও নিজ দেশের লোকের কাছে তিনি তা পাচ্ছেন না। পাকিস্তানি সেনারা বেগম খালেদা জিয়াকে যথাযথ সম্মান দেওয়ার কারণ হলো, সেখানে কর্নেল নিয়াজি(পরবর্তিতে জেনারেল)। যিনি ছিলেন জিয়াউর রহমানের প্রথম অধিনায়ক।সেনাবাহিনীতে ইউনিটের প্রথম অধিনায়ক হলেন বাবার মতো আর সেই ব্যাটালিয়নের অন্যরা হলেন সন্তানের মতো। অফিসারদের স্ত্রীরা ছিলেন তার মেয়ের মতো। 

তিনি আরও বলেন, বর্তমান এমপিরা টেলিফোন করলে এসব পুলিশ কর্মচারীরা ধরে না। তারা বলে এমপিদের টেলিফোন ধরবো কেন? তারা তো মানুষের ভোটে নির্বাচিত নন, আমাদের বানানো এমপি। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ২০ দলীয় জোট শরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জমিয়তে উলামায়ে ইসলামের মুনির হোসেন কাসেমী, জাতীয় দলের মহাসচিব রফিকুল ইসলাম, এলডিপির যুগ্ম মহাসচিব শাহদাত হোসেন সেলিম ,বিএনপি নেতা ব্যারিষ্টার সারোয়ার হোসেন  প্রমুখ। 

Share this post

scroll to top
error: Content is protected !!