DMCA.com Protection Status
title="শোকাহত

হাসিনা সরকারের চাপে ‘আমি সিরাজুল আলম খান’ বইটি বাজার থেকে প্রত্যাহার।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সদ্য প্রকাশিত আলোড়ন সৃষ্টিকারী জাসদের তাত্বিক নেতা সিরাজুল আলম খানের জীবনী গ্রন্থ ,শামসুদ্দিন পেয়ারা অনুলিখনকৃত 'আমি সিরাজুল আলম খান : একটি রাজনৈতিক জীবনালেখ্য' বইটি বাজার থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।

আজ বুধবার বইটির প্রকাশক মাওলা ব্রাদার্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমাদের প্রকাশিত শামসুদ্দিন পেয়ারা অনুলিখনকৃত 'আমি সিরাজুল আলম খান : একটি রাজনৈতিক জীবনালেখ্য' বইটি নিয়ে বিভিন্ন মহলে ব্যপক  বিতর্ক সৃষ্টি হওয়াতে আমরা বইটি বাজার থেকে প্রত্যাহার করে নিচ্ছি।

তবে বইটিতে প্রকাশিত তৎকালীন শেখ মুজিব সরকারের বিরুদ্ধে জাসদের বিভিন্ন নেতার সন্ত্রাসী কর্মকান্ড প্রকাশিত হওয়ায় এবং ঐসব নেতার অনেকেই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-এমপি, যেমন শাহজাহান খান,হাসানুল হক ইনু সহ অনেকের জন্যই চরম বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়।তারই ফলশ্রুতিতে এই গুরুত্বপূর্ন বইটিকে সরিয়ে নিলো হাসিনা সরকার।

 

Share this post

scroll to top
error: Content is protected !!