যখন যার বিপদ হয়েছে, বেগম খালেদা জিয়া সর্বদা এগিয়ে এসেছেনঃ আসিফ নজরুল

অধ্যাপক আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাস থেকেঃ

যখন যার বিপদ হয়েছে বেগম খালেদা জিয়া এগিয়ে এসেছেন, অন্তত একটা বিবৃতি দিয়েছেন।আনু মুহাম্মদকে পুলিশ পেটানোর পর হাসপাতালে দেখতে গেছেন, আমাদের নাগরিক সমাজের অনেকের বিরুদ্ধে মামলা হলে বিবৃতি দিয়েছেন। অন্য দলের অসুস্থ আর আক্রান্ত নেতাদের পাশে দাড়িয়েছেন। আজ তিনি চরম অসুস্থ, নিসঙ্গ, পরিত্যক্ত এক কারাগারে বন্দী বহুদিন ধরে!

আজ আমরা একটা বিবৃতি পর্যন্ত দিতে পারিনা তার সুচিকিৎসার দাবী করে। যদি গালি শুনি বিএনপি বলে-এ অদ্ভূত ভয়ে গুটিয়ে থাকে সমাজের বড় বড় মাথা।

Share this post

scroll to top