DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

আতঙ্কের নতুন গেম ‘মমো’

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  মমো। এটি একটি অনলাইন গেম, যা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। ল্যাটিন আমেরিকায় ইতোমধ্যেই এর বিরুদ্ধে সতর্কতা জারি করা হয়েছে। যদিও এর মধ্যেই এটি পৌঁছে গেছে এশিয়া, আফ্রিকা আর ইউরোপে।

বিশেষজ্ঞরা একে তুলনা করছেন আলোচিত 'ব্লু হোয়েলে'র সাথে। বলেছেন, ভয়াবহ এই খেলা নিয়ে যেতে পারে মারাত্মক পরিণতির দিকে।

নতুন ভয়ঙ্কর এই গেমের নামকরণ করা হয়েছে ‘মমো’ নামে। সে দেখতে ভীতিকর। গায়ের চামড়া ফ্যাকাসে। চোখে অশুভ হাসি এবং বাইরের দিকে প্রসারিত লাল চোখ। হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার চেহারা বিখ্যাত হয়ে উঠেছে সারা পৃথিবীতে।

মমো আসলে কী

হুট করে এটা আপনার কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠতে পারে মমো এবং গেমে অংশ নিতে প্রলুব্ধ করতে পারে। কিন্তু সেটা করলেই আপনি বোকা বনে যাবেন। ল্যাটিন আমেরিকা কর্তৃপক্ষ জনগণকে সতর্ক করে বলেছে, এ গেম মেসেজের মাধ্যমে বলছে, গেম সংক্রান্ত কোনো তথ্য অন্যকে দেবেন না এবং এ গেম খেলতে হবে সম্পূর্ণ একা। এর কারণ হলো, এই অনলাইন গেম প্রলুব্ধ করে কাউকে অনেক দূরে নিয়ে যেতে পারে।

মেক্সিকোর একটি পুলিশ ইউনিট যারা অনলাইন অপরাধ নিয়ে কাজ করে, তারা বলছে, এটা শুরু হয়েছে ফেসবুকে। একদল লোক একে অন্যকে প্রলুব্ধ করে একটি অপরিচিত নম্বরে কল দেয়ার জন্য। অনেক ব্যবহারকারী জানিয়েছে যে, কেউ মমোতে বার্তা পাঠানোর পর, সে (মমো) সহিংস ছবি পাঠাবে। ইতোমধ্যেই অনেকে এভাবে হুমকিমূলক বার্তা পেয়েছেন বা তাদের ব্যক্তিগত তথ্যও ফাঁস হয়ে যাচ্ছে।

মমো ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী- আমেরিকা থেকে ফ্রান্স কিংবা আর্জেন্টিনা থেকে নেপাল। স্পেন পুলিশও এ ধরনের গেম উপেক্ষা করার পরামর্শ দিয়েছে নাগরিকদের। স্পেনও টুইটারে সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে এবং লোকজনকে এ খেলায় অংশ নিতে নিরুৎসাহিত করার পদক্ষেপ নিয়েছে।

momo-1

মমো

হ্যাশট্যাগ ইগনোর ননসেন্স দিয়ে চলছে প্রচারণা, যাতে বলা হচ্ছে ‘ডোন্ট অ্যাড মমো টু ইওর কন্টাক্টস’। কিন্তু এত সব সতর্কতা সত্ত্বেও এখনও বিভ্রান্তি রয়েছে যে আসলে মমো কী? কোথা থেকে এর সূচনা হলো?

কোথা থেকে এল এই মমো

মমো’র এমন বিস্তার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এ বিষয়ে অনলাইন প্ল্যাটফর্ম রেডিট বলছে, তাদের সবচেয়ে পড়া হয়েছে এমন পোস্টগুলোর একটি হলো হোয়াটসঅ্যাপ বালিকা মমো কী ও কে সে? রেডিট বলছে, আমরা মমো সম্পর্কে একটি ভিডিও পেয়েছি এবং এটি ভীতিকর।

ধারণা করা হচ্ছে, স্প্যানিশভাষী কোনো দেশ থেকে একজন ইন্সটাগ্রাম থেকে একটি ছবি নিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করে। লোকজন সেখান থেকে একটি কন্টাক্ট নম্বর পায় ও গুজব ছড়িয়ে পড়ে যে, তুমি একে স্পর্শ করলে সে তোমাকে গ্রাফিক ছবি ও বার্তা দেবে। কেউ কেউ বলেন যে, আপনার সব ব্যক্তিগত তথ্যে তার প্রবেশাধিকারের সুযোগ আছে।

ইউটিউবার রেইনবট যার পাঁচ লাখেরও বেশি ফলোয়ার আছে, তিনি এ বিষয়ে একটি ভিডিও পোস্ট করেন গত ১১ জুলাই। এ ভিডিওটি দেখেছে পনের লাখেরও বেশি মানুষ। কিন্তু তিনিও আসলে জানেন না, কে এই মমোর স্রস্টা। অর্থাৎ মমো কে তৈরি করেছেন সেটি তারও জানা নেই।

এখন যতটুকু জানা যাচ্ছে হোয়াটসঅ্যাপ গেমটি জাপানের কোড সম্বলিত তিনটি ফোন নম্বরের, কলম্বিয়ার কোড সম্বলিত দুটি আর মেক্সিকোর কোড সম্বলিত আরেকটি নম্বরের সাথে সংযুক্ত। আর ছবিটি নেয়া হয়েছে টোকিওর একটি প্রদর্শনী থেকে।

যদিও এটা জানা খুবই কঠিন যে গেমটি আসলে কোথা থেকে এসেছে, কিন্তু এটি এখন জানা যে, ছবিটি জাপানের মমোকেই প্রতিনিধিত্ব করতে ব্যবহার করা হয়। মমোর ভীত চাহনির মুখ একটি পাখি মানবীর মূর্তিকে তুলে ধরে। ২০১৬ সালে টোকিওতে ভ্যানিলা গ্যালারিতে একটি প্রদর্শনীর অংশ ছিল এটি।

MOmo-2

অনলাইন গেম ব্লু হোয়েল রাশিয়ায় শুরু হয়ে পরে ভাইরাল হয়েছিল।

দু’বছর আগে আরেকটি প্রদর্শনীতে মমো ছিল বিশেষ আকর্ষণ। বহু মানুষ মমোর সাথে পোজ দিয়ে ছবি তুলেছে এবং এমন বহু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে প্রকাশিত হয়েছে। মেক্সিকোর পুলিশ বলছে, কেউ ইন্সটাগ্রাম থেকে ওই অনুষ্ঠানের ছবি নিয়ে সেটাকেই কেটে কুটে এমন বানিয়েছে।

কেন বিপদজনক এই মমো গেম

মেক্সিকোর পুলিশ বলছে, অপরিচিত কোনো নম্বরের সাথে যোগাযোগ ভালো আইডিয়া না। তবে এর বাইরেও অন্তত পাঁচটি কারণে মমোকে উপেক্ষা করা উচিত বলে মনে করে তারা।

১. ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে

২. সহিংসতা, এমনকি আত্মহত্যায় প্রলুব্ধ করতে পারে

৩. ব্যবহারকারী হয়রানির শিকার হতে পারেন

৪. ব্যবহারকারী চাঁদাবাজির শিকার হতে পারেন

৫. ব্যবহারকারী মানসিক ও শারীরিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। উদ্বেগ, বিষণ্ণতা, অনিদ্রা জেঁকে ধরতে পারে।

নতুন ‘ব্লু হোয়েল' মমো

মমোকে ইতোমধ্যেই অনেকে আলোচিত অনলাইন গেম ব্লু হোয়েলের সাথে তুলনা করতে শুরু করেছেন। শিশু ও কিশোর-কিশোরীদের আত্মহত্যায় প্রলুব্ধ করার দায়ে বিশ্বব্যাপী আলোচনায় এসেছিল এটি। যদিও মমো ছড়াচ্ছে শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কিন্তু এটি শিশুদের অনলাইন গেম মাইন ক্রাফটেও জনপ্রিয় হয়ে উঠেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহারকারীদের এ ধরনের বার্তা অনুসরণ করা উচিত নয় এবং কোন অপরিচিত নম্বরের সাথে সংযোগ করা ঠিক হবে না।

সূত্র: বিবিসি বাংলা

Share this post

scroll to top
error: Content is protected !!