DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ঘুষ লেনদেন : ডিএসসিসির আঞ্চলিক অফিসে দুদক

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) খিলগাঁও আঞ্চলিক অফিসে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন সনদসহ বিভিন্ন সেবাপ্রাপ্তিতে ঘুষ লেনদেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার এই অভিযান চালানো হয়। দুদক অভিযোগ কেন্দ্রে (১০৬) এসব অভিযোগ দেন সেবাগ্রহীতারা।

দুদকের উপ-পরিচালক মো. মন্জুুর মোর্শেদের নেতৃত্বে পুলিশসহ ৬ সদস্যের একটি টিম এ অভিযানে অংশ নেয়।
তিন ঘণ্টাব্যাপী অভিযানে কার্যালয়ের বিভিন্ন সেবাপ্রদান সংক্রান্ত আবেদন গ্রহণ ও নিষ্পত্তির খতিয়ান পরিদর্শন করে দুদক টিম।

তারা দেখতে পায়, পর্যাপ্ত বই না থাকার কারণে ট্রেড লাইসেন্স প্রদানে সাময়িক বিলম্ব হলেও এখন সেটি গতিশীল রয়েছে।

এ ছাড়া ওই কার্যালয়ের আসা সেবাপ্রার্থীদের কাছে বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়।

দুদক টিম সেবাপ্রার্থীদের, এলাকাবাসীর ও দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলাপ করে জানতে পারে যে, কতিপয় কর্মচারী সেবাপ্রত্যাশীদের সঙ্গে হয়রানিমূলক আচরণ করেন। টিম সদস্যরা কার্যালয়ের প্রধান জোনাল এক্সিকিউটিভ অফিসারকে সকল অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার পরামর্শ দেন।

এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী জানান, ‘মাঠ পর্যায়ের দফতরগুলো যেন দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করে, তা নজরদারিতে আনতেই দুদকের এ অভিযান।’

Share this post

scroll to top
error: Content is protected !!