ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ম্যাচের ১৩ মিনিটে বেলজিয়ামের হয়ে কর্নার কিক করেন ডি ব্রুইনি। লাফিয়ে তাতে মাথা ছুঁয়াতে সমর্থ হন বেলজিয়াম ডিফেন্ডার ভিনসেন্ত কোমপানি। কিন্তু তারপর ব্রাজিলের ডিফেন্ডার ফার্নান্দিনহোর মাথায় লেগে বল জালে ঢুকে গেলে আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে পিছিয়ে যায় ব্রাজিল।
রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের জালে এটি মাত্র দ্বিতীয় গোল। এর আগে ম্যাচের প্রথম দশ মিনিটে ব্রাজিলই আক্রমণে এগিয়ে ছিল ১০ মিনিটের দিকে ব্রাজিল ডিফেন্ডার থিয়াগো সিলভা গোলবারের সামনে বল পেয়েও স্কোর করতে ব্যর্থ না হলে ফলাফল অন্যরকমও হতে পারতো।