DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

উপমহাদেশের মধ্যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা সবচেয়ে কম: শাহজাহান খান

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি এবং অবৈধ হাসিনা সরকারের নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান দাবি করেছেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে এসেছে এবং উপমহাদেশের মধ্যে বাংলাদেশের দুর্ঘটনা কম ঘটে থাকে।

 

মন্ত্রী বলেন, ‘বিভিন্ন স্থানে রাস্তার বাঁকগুলো সরলীকরণ, ফুটওভার ব্রিজ, পাতালপথ নির্মাণের ফলে দুর্ঘটনা অনেকটা কমে এসেছে। দুর্ঘটনারোধকল্পে সড়ক পরিবহন সেক্টরকে আরও সাবধান হতে হবে।’

তিনি বলেন, উপমহাদেশের মধ্যে বাংলাদেশে দুর্ঘটনা কম ঘটে থাকে। এছাড়া সড়ক পরিবহন আইন যুগোপযোগী করা হচ্ছে।

মঙ্গলবার রাজধানীর মতিঝিলে মে দিবস উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাল লাইসেন্স নিয়ে শ্রমিকদের গাড়ি না চালানোর আহ্বান জানিয়ে শাজাহান খান বলেন, দেশের বিভিন্ন পরিবহনের চালকদের দুর্ঘটনা রোধের জন্য বৈধ লাইন্সেস নিয়ে সঠিকভাবে গাড়ি চালাতে হবে। একই সঙ্গে যাত্রী ও পথচারীদেরও সচেতন হতে হবে।

তিনি বলেন, দুর্ঘটনা রোধে শ্রমিক মালিক ও যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হতে হবে। চালকের অবহেলা ও অদক্ষতায় যেন দুর্ঘটনা না ঘটে সেজন্য চালকদের আরও বেশি সাবধানতার সঙ্গে গাড়ি চালাতে হবে। গাড়িতে যাতে অদক্ষ চালক ও শ্রমিক কাজ করতে না পারে সেজন্য মালিকদের সতর্ক থাকতে হবে।

শাজাহান খান বলেন, ‘ড্রাইভার ভাইদের অনুরোধ করব, আপনারা কোনো মতেই জাল লাইসেন্স নিয়ে গাড়ি চালাবেন না। গাড়িতে মোবাইল ফোন ব্যবহার করবেন না। চলন্ত গাড়িতে যাত্রীর সঙ্গে কথা বলবেন না। সতর্কভাবে গাড়ি চালাবেন। ওভারলোড করবেন না।’

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ছাদিকুর রহমান হিরুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির খান ও মোখলেছুর রহমান

 

Share this post

scroll to top
error: Content is protected !!