DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

এমন কি ঘটেছে যে, আমাদের অধীনে সুষ্টু নির্বাচন হতে পারবে না: আমু।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ‘এমনকি ঘটনা কি ঘটেছে যে আমাদের এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না’ বলে বিএনপির কাছে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং অবৈধ হাসিনা সরকারের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।


বুধবার (২৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রাহাত খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সুভাষ সিংহ রায়, পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

আমু বলেন, ‘আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছিলাম তখন জিয়াউর রহমান এবং এরশাদ প্রমাণ করেছিল তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। খালেদা জিয়ার সময় যখন আমরা তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছিলাম তখন তিনি প্রমাণ করেছিলেন তার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। এমনকি কোনো ঘটনা কি ঘটেছে যে আমাদের এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না? বরং আমরা দেখলাম তার উল্টা, সিটি করপোরেশন নির্বাচনে সবগুলোতে তারা (বিএনপি) জয়লাভ করেছিল। তারপরও কেন তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করলো না? এবারও তারা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছে এবং জয়লাভ করেছে দু-একটাতে। তাহলে কেন তারা নির্বাচনে আসবে না? তারা প্রমাণ করুক যে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না এবং হবে না।’

 

তিনি বলেন, ‘বিএনপি যদি ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে প্রমাণ করতে পারতো সাংবিধানিক ভিত্তিতে এই সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হয় না, তাহলে আজকে তাদের কথায় যুক্তি থাকতো। আমি নির্বাচনে অংশগ্রহণ করলাম না, আমি প্রমাণ করলাম না, তাহলে আমি কীভাবে নির্বাচনের বিরোধিতা করি?’


আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, ‘গণতন্ত্র অর্থ এই না যে, কোনো একটি দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো। কোনো একটি দল যদি ইচ্ছাকৃতভাবে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকে তাহলে গণতন্ত্রের ধারা ব্যাহত হলো, এটা কোন যুক্তি হতে পারে না। তাহলে কি আমরা একটা অগণতান্ত্রিকপন্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কিনা? আজকে আমার দল (আ.লীগ) বলতে পারে নির্বাচন বর্জন করবো, তাহলে গণতন্ত্রের ধারাবাহিকতা চলবে কিনা?’

‘স্বাধীনতাবিরোধী শক্তির সাথে যারা সুর মেলাবে আর যাই হোক তারা দেশের বন্ধু হতে পারে না’- দাবি করে আমির হোসেন আমু বলেন, ‘দোষ ত্রুটি আমাদের থাকতে পারে। তার মানে এই নয় যে শত্রু সাথে আমাদের হাত মিলাতে হবে। জাতীয় শত্রুর সাথে হাত মিলাতে হবে এটা কোনো অর্থ হতে পারে না। যেই গণতন্ত্রের ধারা মানুষ রক্ত দিয়ে প্রতিষ্ঠিত করেছে এটা কোনো একদিনের ব্যাপার ছিল না। ’৫৪ সালের নির্বাচন নিয়ে বঙ্গবন্ধু বললেন, নির্বাচনে জয়লাভ করে আমরা গদিতে বসতে পারি নাই। ৫৪ সালের নির্বাচনে জয়লাভ করার পরপরই ৯২ ‘ক’ ধারা দিয়ে শেরেবাংলার সংসদ ভেঙে দেয়া হলো। তারপর নানা উত্থান-পতন ষড়যন্ত্র। এটাতো (বর্তমান) সেই ধরনের নির্বাচনের সরকার না।’

Share this post

scroll to top
error: Content is protected !!