DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

প্রভাবশালী ১৪ দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপির জরুরী বৈঠক

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ঢাকায় নিযুক্ত ১৪টি প্রভাবশালী দেশের কূটনীতিকদের সঙ্গে জরুরী বৈঠকে করেছেন বিএনপির সিনিয়র নেতারা।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। জানা গেছে, বৈঠকে জিয়া অরফানেজ ট্রাস্টের মিথ্যা মামলায় দলীয় চেয়াপারসন বেগম খালেদা জিয়ার সাজা ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এ বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন, রিয়াজ রহমান, হারুন উর রশিদ, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

সূত্রটি আরো জানায়,বিদেশি কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ফ্রান্স, অস্ট্রেলিয়া, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, জাপান, স্পেন, সুইজারল্যান্ড, জার্মানি, কানাডা ও চীনের প্রতিনিধিরা। এ ছাড়া বৈঠকে সুইডেনের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

Share this post

scroll to top
error: Content is protected !!