DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

মন্ট্রিয়লে গোলাপগন্জ এসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ  গত ২০শে নভেম্বর সন্ধ্যা ৭ ঘটিকায় জামিল মাল্টি সার্ভিস কনফারেন্স রুমে গোলাপ গন্জ এসোসিয়েশন অব কানাডার উদ্দ্যোগে বিশিষ্ট সমাজ সেবক মো সামসুউদ্দিনের সভাপত্বিতে এবং এম জয়নাল আবেদীন জামিলের পরিচালনায় এক বিশেষ আলোচনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই কোরান তেলাওয়াত করেন কারী মৌ নাজমুল হুদা ।স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট রিয়েলষ্টেইট ব্যবসায়ী তাজুল ইসলাম ।আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী বাংলা স্কোয়ারের প্রোপাইটর ,ভোরের আলো পত্রিকার সম্মানীত উপদেষ্টা এম সাদেক চৌধুরী শিবলী, স্বদেশ গ্রোসারীর প্রোপাইটর বিশিষ্ট সমাজ সেবক জনাব সাইদুর রহমান, মদিনা সুপারমার্কেটের প্রোপাইটর জনাব ইসলাম উদ্দিন, সোনারগাও গ্রোসারীর প্রোপাইটর জনাব মুনিম আহমেদ,মধুবন গ্রোসারী প্রোপাইটর জনাব সাধন দা ।আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক রেজাউল করিম, আলম, জনাব কারী নাজমুল হুদা জনাব আজিজুল ইসলাম, জনাব মুসলেহ উদ্দিন , জনাব রহমান গাজী ,জনাব জসিম উদ্দিন প্রমুখ।


অনুষ্ঠানে সিলেটের ঐতিহ্যবাহী গোলাপ গন্জ উপজেলার নাগরীকবৃন্দ কানাডাতে বসবাসরত সবাইকে নিয়ে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন গঠন করে  দেশ বিদেশে বসবাসরত অসহায় মানুষের সার্বিক সাহায্যে সহযোগিতা করার লক্ষে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাবেন বলে বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেন। 

বক্তারা আরো বলেন, 'আমরা কি পেলাম এটার দিকে লক্ষ্য না করে আমরা অসহায় মানুষকে কি দিলাম, এটাই আমাদের মনে, প্রানে অন্তরে রেখে আমরা সকল গোলাপগন্জী এ সুরে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাধ মিলিয়ে ,কোন পদলোভি না হয়ে কাজ করে যাবার প্রতিশ্রুতি দিলাম'।

আগামী ১৮ই ডিসেম্বর রোজ সোমবার সন্ধ্যায় জামিল মাল্টি সার্ভিস কনফারেন্স রুমে সাধারন সভার মাধ্যমে সকল নাগরীকের উপস্থিতিতে পরবর্তী কার্যক্রম নির্ধারন করা হবে, সকলকে যথা সময়ে নির্ধারিত সভাস্থলে উপস্থিতৣ হবার জন্য বিশেষ ভাবে  অনুরোধ জানানো হয়।

Share this post

scroll to top
error: Content is protected !!