DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

কানাডায় বাংলাদেশের ভয়াবহ মানবাধিকার পরিস্থিতি নিয়ে সেমিনার অনুষ্ঠিত।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ গতকাল ১৮ই অক্টোবর,বৃহষ্পতিবার সকালে কানাডার রাজধানী  অটোয়ার পার্লামেন্ট হিলের সম্মেলন কক্ষে কানাডিয়ান হিউমান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেসন ও পিস এন্ড জাস্টিস এলায়েন্স এর উদ্যোগে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।

International Community Support: Inclusive Democracy and Human Rights in Bangladesh শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন Jonathan Whiteside।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিস এন্ড জাস্টিস এলায়েন্স এর পরিচালক মমিনুল হক। ভিডিও উপস্থাপনার মাধ্যমে বাংলাদেশের পুলিশ প্রশাসন, র‍্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার অমানবিক নির্যাতনে প্রামান্য চিত্র তুলে ধরা হয়।

আলোচনায় বক্তারা অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলকারী শেখ হাসিনা সরকারের নানাবিধ অপকর্ম, দূর্নীতি ও নতজানু পররাষ্ট্র নীতির কঠোর সমালোচনা করেন।

আলোচনায় সম্প্রতি বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বলপূর্বক বহিষ্কারের সুগভীর চক্রান্ত বাস্তবায়নের সকল পদক্ষেপের তীব্র নিন্দা জানানো হয়। হাসিনা সরকারের নির্দেশে পরিচালিত ব্যাপক হত্যা, গুম, বিনা বিচারে বিরোধী দলীয় এবং ভিন্ন মতাবলম্বী হাজারো রাজনৈতিক কর্মী এবং বুদ্ধিজীবিদের কারারুদ্ধ করার কঠোর প্রতিবাদ জানানো হয়।

আলোচনায় অংশ নেন সিনেটর মবিনা জাফের, সিনেটর এলিস সেন্ট-মার্টিন, সালমা জাহিদ এমপি, আলী এহসাসি এমপি, স্টিফানি কুসি এমপি, ফ্রানসেসকো সরবারা এমপি, আনিলা মালিক, মারিও গিলম্ব, সান্দ্রা সাসা, ডেবিট হারমান্ডার, রেজাউল করিম তালুকদার, নবী হোসেন, এজাজ আকতার তৌফিক, আকতার আহমেদ, ফারুক হাওলাদার, জাকির হোসেন খান, আনসার উদ্দীন আহমেদ, এম জয়নাল আবেদীন জামিল, জুবের আহমেদ ,মুজিবর রহমান, শহীদ আলম চৌধুরী, রেহেনা আখতার, মঈন উদ্দীন চৌধুরী, রফিকুল ইসলাম পাটোয়ারী, সৈয়দ ফারুক মিন্টু, প্রকৌশলী রফিকুল হক, হাফিজ উদ্দীন, কবিতা নূর, কামিল হোসেন, নূর নবী রশীদ, আরিফুর রহমান, আব্দুল কালাম প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!