৭লাখ কেনো,৭০লাখ সেনা দিয়েও কাশ্মিরীদের দমানো যাবে নাঃঅরুন্ধতি রায়

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিখ্যাত ভারতীয় লেখক ও মানবাধিকার কর্মী অরুন্ধতী রায় তার আরেকটি গরম মন্তব্যে বলেন যে সাত লাখ কেনো সত্তর লাখ সেনা দিয়েও কাশ্মিরে স্বার্থ উদ্ধার করতে পারবে না ভারত।

কাশ্মিরের রাজধানী শ্রীনগরে সাম্প্রতিক এক সফরে তিনি এ মন্তব্য করেন।
কাশ্মিরে ভারতের আগ্রাসনকে তিনি অত্যন্ত ‘লজ্জাজনক’ হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, নয়াদিল্লীর শোষণ কাশ্মিরের স্বাধীনতা সংগ্রামকে থামিয়ে দিতে পারবে না।

এআরওয়াই নিউজ নামে একটি সাইটে অরুন্ধতী রায়ের মন্তব্য দিয়ে খবরটি প্রকাশিত হয়েছে।
ভারত সরকারের তীব্র সমালোচনা করে তিনি বলেন লেখকদের এখন স্বাধীন চিন্তা প্রকাশে বাধা দেওয়া হচ্ছে। যারা মুখ খুলছেন তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে। সেখানে দুর্নীতিবাজ, ধর্ষক ও অন্যান্য অপরাধীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে।


তিনি আরও অভিযোগ তোলেন মোদি সরকার লেখক ও সাংবাদিকদেরকে কাশ্মির ইস্যুতে মুখ খুলতে বাধা প্রদান করছে। ভারতীয় সেনাবাহিনীর নিষ্ঠুরতা নিয়ে কথা বললে তাদেরকে জেলে পোরা হচ্ছে।

Share this post

scroll to top