DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

কালশীর বিহারি ক্যাম্পে হামলাঃ ক্ষতিগ্রস্তদের ৯ লাখ টাকা আর্থিক সহায়তা দিলেন বেগম খালেদা জিয়া

 1948038মিরপুরের কালশী বিহারি ক্যাম্পে হামলার ঘটনায় যারা নিহত হয়েছে তাদের পরিবার ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

 

 কালশীতে বিহারি ক্যাম্পে আগুন দিয়ে মানুষ হত্যাকারীরা আওয়ামী লীগের দলীয় লোক হওয়ায় তাদের ধরা হচ্ছে না বলে এসময় অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।





তিনি বলেন, ‘দেশে এখন কোনো সরকার নেই। গণতন্ত্র নির্বাসিত, চলছে জঙ্গি শাসন, বিচার বিভাগ নেই। বিচারকরা ক্ষমতাসীনদের নির্দেশে শাস্তি দিচ্ছে। তাই আওয়ামী লীগের সব খুনীরা জেল থেকে মুক্তি পাচ্ছে আর বিরোধী দলের নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে শাস্তি দেয়া হচ্ছে।’





খালেদা জিয়া বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পৈচাশিক অত্যাচারের মাধ্যমে সারা দেশকে কারাগারে পরিণত করা হয়েছে। প্রতিটি সরকারের দায়িত্ব হচ্ছে যেই অপরাধ করুকনা কেন তাকেই ধর্ম দল মত বিবেচনা না করে শাস্তি দেয়া। অথচ মিরপুরের ঘটনায় যারা অপরাধী তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, ধরা হচ্ছে না কারণ তারা তাদের দলীয় লোক ‘





এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার জন্য ৯ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। এর মধ্যে একই পরিবারের নিহত নয়জনের বাবা ইয়াসিন ইসলামকে দেয়া হয়েছে ২ লাখ টাকা। গুলিবিদ্ধ আজাদের স্ত্রী সুলতানার হাতে ১ লাখ টাকা।





এছাড়া ঘরপোড়া ১০ পরিবার এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত প্রায় ১২ পরিবারের সদস্যদের হাতে ৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেন বিএনপি চেয়ারপারসন।





বৃহস্পতিবার রাত নয়টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ  ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ সহায়তা করেন।





এর আগে বুধবার রাতে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকে শামসুদ্দিন দিদার জানিয়েছিলেন, খালেদা জিয়া মিরপুরের কালশী বিহারি ক্যাম্পে হামলার ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

Share this post

scroll to top
error: Content is protected !!