DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

আমরা দেশ বেচিনি,বরং ভারত কিনে ফিরছিঃ শেখ হাসিনা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে  অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা দেশ বেচে দেওয়ার কথা বলেন, তাঁরা অর্বাচীন।  আমরা দেশ বেচিনি বরং ভারতকে কিনে ফিরছি।

 আজ সোমবার সকালে ভারত সফরের শেষদিনে নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের এক সম্মেলনে শেখ হাসিনা এসব কথা বলেন।

সম্মেলনে দুই দেশের চার শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।


ভারত সফরকে কেন্দ্র করে বিএনপির দেশ বেঁচে দেওয়ার অভিযোগ সম্পর্কে শেখ হাসিনা বলেন, এখানে আসার আগে কতো কথাই তো শুনলাম। দেশ বেচে দেওয়ার কথা শুনলাম। যারা দেশ বেচে দেওয়ার কথা বলেন, তাঁরা অর্বাচীন।’

তিনি আরও বলেন, ‘প্রতিবেশীর সঙ্গে সমস্যা থাকবে। আলোচনার মাধ্যমে তা দূর করতে হবে। ঝগড়াঝাঁটি করে নয়। এখন আপনারাই ঠিক করুন। দেশ বেচে দিলাম, নাকি ভারত কিনে নিয়ে ফিরলাম ?

গত শনিবার রাতে গুলশানের কার্যালয়ে এক অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া বলেন, ‘এই সরকার আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন পূরণ করতে কাজ করে যাচ্ছে। তারা দেশের কিছুই রাখেনি, সব বিক্রি করে দিয়েছে। যা বাকি ছিল সেটাও বিক্রি করতে ভারত গিয়েছে।’

বাংলাদেশে ভারতের বিনিয়োগ করার ব্যাপক সুযোগ রয়েছে বলে জানিয়েছেন  শেখ হাসিনা। বিনিয়োগ আরও বাড়বে বলে তিনি আশা করেন।

বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘যাঁরাই এখানে আসতে চেয়েছেন, তাঁদের কাউকেই আমি নিষেধ করিনি। এখন আপনারা ভালো পার্টনার খুঁজে নিন।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের দুই দেশের (বাংলাদেশ-ভারত) সম্পর্ক কখনই নষ্ট হওয়ার না। আমাদের লক্ষ্য সবার সঙ্গে বন্ধুত্ব। কারও সঙ্গে বৈরিতা নয়।’

ভারতের তিনটি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা এবং হাসিনার সফরসঙ্গী বাংলাদেশী ব্যাবসায়ীগন এই সম্মেলনে অংশ নেন।

Share this post

scroll to top
error: Content is protected !!