DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ওবায়দুল কাদের ভারতের পছন্দে আওয়ামী লীগের সাঃসম্পাদক হলেন?

okhs-copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওবায়দুল কাদের ভারতীয় পছন্দের তালিকায় প্রথম অবস্থানে থাকায় মূলত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ দীর্ঘ দিন ভারতের গুড বুকে থাকলেও সম্প্রতি চীনের সাথে মাখামাখিতে তার উপর চটে যায় বাংলাদেশের সবকিছুতেই প্রভাব বিস্তারকারি প্রতিবেশী দেশ ভারত ।

তবে ভারতের প্রতি আনুগত্য প্রকাশে ওবায়দুল কাদেরও কম যাননি। এরই মধ্যে তিনি ভারতীয় নেতাদের প্রতি 'কৃতজ্ঞতায়' দলীয় নেতাদের অন্যতম প্রতীক মুজিব কোট ছেড়ে 'মোদী কোট' ধরেছেন। এনিয়ে সামাজিক মাধ্যমে বেশ আলোচনাও হচ্ছে। ওবায়দুল কাদের প্রথম থেকেই তার মন্ত্রনালয়ের বিভিন্ন যানবাহন কেনার ক্ষেত্রে ভারতীয় স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন বলে জানা যায় ।

ভারতকে কথিত ট্রানজিটের নামে 'করিডোর' প্রদানেও কাদেরের ভূমিকা অগ্রগণ্য । বাংলাদেশে ভেতর দিয়ে বিনা মাশুলে ভারতীয় যানবাহনের অবাধ চলাচলও তারই অবদান ।

ওদিকে বৃহস্পতিবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দীর্ঘ দিনের। দলের সাধারণ সম্পাদক হওয়ায় আমাকে ভারতীয় হাইকমিশনার ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

ভারত ও বাংলাদেশের মধ্যে পার্টি টু পার্টি, পিপল টু পিপল-এর মধ্যে সম্পর্ক জোরদার করবো।’ “এ জন্যই কাজ করছি। বাংলাদেশের গণতন্ত্র নিজস্ব বিষয়। এ ক্ষেত্রে ভারতের কোনও পরামর্শ নেই। এ বিষয়ে গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের ভূমিকা ইতিবাচক।”

Share this post

scroll to top
error: Content is protected !!