DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

মেয়ে শিশুদের বসবাস উপযোগী দেশঃ১৪৪ দেশের মধ্যে বাংলাদেশ ১১১তম স্থানে।

young-girls-making-a-difference-around-the-world-copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  শুনতে অবাক লাগলেও জানা গেলো,  অনেকের কাছে স্বপ্নের দেশ হলেও বালিকাদের জন্য মোটেও তা নয় মার্কিন যুক্তরাষ্ট্র।  তরুণীদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বরং কাজাখস্তান বা আলজেরিয়াই বেশি প্রিয় বসবাসের জন্য।  
 শুনতে কিছুটা অবাক লাগলেও সেভ দ্য চিলড্রেনের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।  
  তরুনীদের বাস করার জন্য সবচেয়ে ভালো এবং খারাপ দেশগুলোর তালিকা শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে শিশু অধিকার নিয়ে কাজ করা এই সংস্থাটি। 

 
  মোট ১৪৪ দেশের মধ্যে এই জরিপ চালানো হয়।  

 তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ৩২ নম্বরে। তালিকায় কাজাখস্তান ৩০ ও আলজেরিয়া ৩১ নম্বর অবস্থানে রয়েছে। আর বাংলাদেশ রয়েছে ১১১ নম্বর অবস্থানে। 

তালিকায় মেয়েদের সবচেয়ে পছন্দের তালিকায় রয়েছে সুইডেন। অনদিকে পছন্দের তালিকায় সবচেয়ে নিচে রয়েছে আফ্রিকার দেশ নাইজারের অবস্থান।

 বেসরকারী সংস্থাগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সব ধনী দেশ যে নারীদের অধিকার নিয়ে ভালো করছে তা নয়। এটা আমেরিকার জন্য একটা সংকেতও বটে।  
  
বাল্য বিবাহের হার, অল্প বয়সে গর্ভধারণ, মাতৃত্বকালীন মৃত্যু, সরকারে নারীদের অংশগ্রহণ এবং নিম্ন মাধ্যমিক স্কুল সমাপ্তি এই ৫টি বিষয়ের উপর ভিত্তি করে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়। 
 

Share this post

scroll to top
error: Content is protected !!