DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ইউপি নির্বাচনে নির্ধারিত ভোটের দ্বিগুন ভোটঃ তীব্র সমালোচনায় ইসির এবাউট টার্ন?

ec copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে বেশ কয়েকটি ইউপিতে নির্ধারিত ভোটার লিস্টের চেয়েও  অস্বাভাবিক বেশী ভোট পড়া নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে নির্বাচন কমিশন।

এরপরই তারা সেই ভোটের হার সংশোধন করে দাবি করছেন, ভোটের হার নিয়ে প্রকাশিত এসব সংবাদ অনুমোদনবিহীন, অসত্য ও বিভ্রান্তিকর।

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউপিতে সর্বোচ্চ ভোটের হার ১৯৬ শতাংশসহ কয়েকটি ইউনিয়নে অস্বাভাবিক ভোটের হার নিয়ে বুধবার সংবাদ প্রকাশিত হয়।

তবে এখন এ ধরনের খবর সঠিক নয় বলে দাবি করেছে নির্বাচন কমিশন। যদিও মঙ্গলবার (২৬ এপ্রিল) ইসির সরবরাহকৃত তথ্য অনুসারেই সংবাদ প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ইসির জনসংযোগ শাখার পরিচালক আসাদুজ্জামান আরজু ভোটের অস্বাভাবিক হার নিয়ে প্রকাশিত সংবাদ সঠিক নয় জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাগড়াছড়ি বেলছড়ি ইউপিতে ১৯৬ শতাংশ ভোট পড়েছে এ তথ্য সঠিক নয়। প্রকৃত তথ্য হলো- বেলছড়ি ইউপিতে ভোট প্রদানের হার ৭৪.২২ শতাংশ।

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউপিতে ভোট পড়েছে ১০৭ শতাংশ বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাও সঠিক নয়। এ ইউপিতে ৮৫.৪৯ শতাংশ ভোট পড়েছে বলেও জানানো হয়।

এছাড়া মাটিরাংগার গোমতি ইউনিয়নে ৯৮.৫৭ ভাগ ভোট পড়েছে বলে ভুল তথ্য প্রকাশিত হয়েছে। এ ইউপিতে ভোট প্রদানের হার ৮২.৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিটার্নিং অফিসার কর্তৃক প্রেরিত খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ফলাফল অনুযায়ী এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮২৬৬ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ৬১৩৫ জন এবং ভোট প্রদানের হার ৭৪.২২ ভাগ।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৩১০ জন, এর মধ্যে ভোট প্রদান করেছেন ১৬ হাজার ৫০৯ জন। ভোট প্রদানের হার ৮৫.৪৯ শতাংশ।

এছাড়া খাগড়াছড়ির জেলার মাটিরাঙা উপজেলার গোমতী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭৮৬৬ জন, এর মধ্যে ভোট পড়েছে ৬৪৭৪টি। ভোট প্রদানের হার ৮২.৩ শতাংশ।

এদিকে ইসিরই কয়েকজন কর্মকর্তা বলছেন, রিটার্নিং অফিসাররা সঠিক তথ্যই পাঠিয়েছিলেন। ইসি সচিবালয়ের কর্মকর্তাদের অসর্তকতার কারণে ফলাফল একীভূত করার সময় ভুল তথ্য উঠানো হয়েছে। 

Share this post

scroll to top
error: Content is protected !!