DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

১/১১ এর সময়ের বিতর্কিত ভূমিকা নিয়ে এরশাদ-আনিসুল ইসলাম মূখোমুখি !

eraim

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ওয়ান ইলেভেন- এর সরকার ও তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদের সঙ্গে সমঝোতা করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গ্রেপ্তার এড়িয়েছিলেন বলে মন্তব্য করেছেন দলটির (জাপা) নেতা ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

এরশাদ কয়েকদিন ধরে ১/১১ সরকারের কুশীলব হিসেবে আনিসুল ইসলামের কথা বলে আসছেন। এর জবাব দিতেই তিনি এই সংবাদ সম্মেলন এর আয়োজন করেন।

আনিসুল ইসলাম বলেন, ‘ওই সময় (সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক) সরকারের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে আমাকে দলের দায়িত্ব দিয়ে মাইনাস থ্রি ঠেকিয়েছেন। আমাকে দায়িত্ব দেওয়ার পর ১/১১-এর সরকারের দুই বছরে দলের যতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাঁর সঙ্গে আলাপ-আলোচনা করে এবং তাঁর নির্দেশেই নেওয়া হয়েছিল। তিনি ওই সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে গ্রেপ্তার এড়িয়েছেন। ওই সময় মূলত তাঁর নির্দেশেই আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘৫ জানুয়ারি বর্তমান সরকার গঠনের পর আমাদের দল থেকে তিনজনকে মন্ত্রী করার জন্য তিনি (এরশাদ) প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছিলেন। কিন্তু তিনি টেলিফোনে এবং সাক্ষাৎ করে আমাদের মন্ত্রী না করে শুধু তাঁর ছোট ভাই জি এম কাদেরকে মন্ত্রী করার অনুরোধ করেন। জি এম কাদেরকে মন্ত্রী করার জন্য প্রধানমন্ত্রীর কাছে তিনি চিঠিও দেন।’

গত শনিবার গাজীপুরের শহীদ বঙ্গতাজ মিলনায়তনে মহানগর জাতীয় পার্টির (জাপা) দ্বি-বার্ষিক সম্মেলনে হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘ শেখ হাসিনা-খালেদা জিয়াকে কেউ সরায়নি। আমাকে সরানো হয়েছিল। আমার বিরুদ্ধে আমার দলের লোক ষড়যন্ত্র করেছিল। আমি মাইনাস থ্রির বলি। ১/১১-এর কুশীলবদের বিচারের ব্যাপারে বিএনপি-আওয়ামী লীগ এক। মাইনাস টু-এর ব্যাপারে বিএনপি-আওয়ামী লীগ এক। এখানে মাইনাস থ্রি করা হয়েছিল—এ কথা কেউ বলে না। সে সময় আমি জাতীয় পার্টির চেয়ারম্যান থাকতে পারিনি। পার্টির কো-চেয়ারম্যান করা হয়েছিল ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে। ষড়যন্ত্র করে আমাকে সরিয়ে দিয়ে তাঁকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছিল।’

Share this post

scroll to top
error: Content is protected !!