DMCA.com Protection Status
ADS

যুক্তরাষ্ট্র, ফ্রান্স,অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা ভালো’:আইজিপি শহিদুল হক

igp16

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা গ্যালাপের জরিপে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও ভারতের চেয়েও ভালো বলে উঠে এসেছে।

রোববার পুলিশ সদর দফতরে পুলিশ সপ্তাহ-২০১৬ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, 'কোনো পুলিশের সদস্যর বিরুদ্ধে অভিযোগ এলে পুলিশ কর্তৃপক্ষ তা কোন অবস্থায়ই হালকাভাবে নেয় না। তবে বিভাগীয় শাস্তি দেওয়া হলেও প্রশাসনিক ট্রাইব্যুনালে আপিল করে অনেকে অব্যাহতি পেয়ে যান।'

আইজিপি বলেন, 'কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে পুলিশ ছাড় দেয় না। সঙ্গে সঙ্গে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।' তিনি বলেন, 'অতি নগণ্য কয়েকজন পুলিশ সদস্য অপেশাদার আচরণ ও নৈতিকতা লঙ্ঘন করলে সমগ্র বাহিনীর অনেক বড় বড় অর্জন ম্লান হয়ে যাওয়ার উপক্রম হয়।'

এ সময় তিনি গত এক বছরে পুলিশের বিভিন্ন অর্জন তুলে ধরেন।

Share this post

scroll to top
error: Content is protected !!