DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

‘হুমকি-ধামকি শেষ হলেই ফেসবুক খুলে দেয়া হবে’: স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামাল

kamalaক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  দেশে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তারা চিহ্নিত হয়ে গেছে।

এখন হুমকি-ধামকি দেয়া শেষ হলেই ফেসবুক খুলে দেওয়া হবে বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

সোমবার সন্ধ্যায় সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এর আগে সকালে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের তরুণদের ফেসবুক ব্যবহারের জন্য ধৈর্য ধরতে বলেছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব সময় বলে আসছি, এটি সাময়িক। পৃথিবীর সব দেশেই যখন নিরাপত্তার হুমকি আসে, তখন এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়। আমাদের দেশে এর আগে নানা ধরনের হুমকি এসেছে। যদিও এখন কিছু হচ্ছে না, তবু হুমকি-ধামকি চলছে। হুমকি-ধামকি হচ্ছে। সেজন্য আমরা এ ব্যবস্থা নিয়েছি। এটা শেষ হলেই ফেসবুক খুলে দেওয়া হবে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে। ফেসবুক বন্ধ রাখায় তারা বাধ্য হয়ে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করছে। আর তাতে এদের গ্রেফতার করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সহজ হচ্ছে।

Share this post

scroll to top
error: Content is protected !!