DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

তিথির রুপে মুগ্ধ রমনী মোহন এরশাদ !!!

Ershad-+-thithi দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে ডিনার করলেন আলোচিত মডেল-অভিনেত্রী কবির তিথি।

সম্প্রতি একটি ম্যাগাজিনের ফটোশুটে অংশ নেন তিথি। সেখানে আগেই নৈশভোজে উপস্থিত হয়েছিলেন এরশাদ।

এমন সময় মুখোমুখি হলেন দু’জন। কিছুক্ষণ আলাপচারিতার পর একসঙ্গে ডিনার করেছেন এরশাদ ও তিথি।

এ প্রসঙ্গে তিথি  বলেন, এটা বিনোদন ম্যাগাজিনের জন্য একটি ফটোশুট ছিল। এরশাদ আঙ্কেল সেখানে উপস্থিত থাকবেন তা জানা ছিল না। ফটোশুটের কাজ শেষ করে একসঙ্গে ডিনার করলাম। তিনি অনেক ভাল একজন মানুষ। আমার খুব প্রশংসা করেছেন।

তিনি বলেছেন, ইউ লুক সো প্রিটি। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে বেশ ভাল লেগেছে।

এ নৈশভোজে এরশাদ ও কবির তিথি ছাড়া মডেল-অভিনেতা নিরবও উপস্থিত ছিলেন। ডিনার শেষে এরশাদ ও তিথি একসঙ্গে ছবি তুলেন।

সেই ছবি তিথি নিজের ফেসবুক ওয়ালেও পোস্ট করেন।

Share this post

scroll to top
error: Content is protected !!