DMCA.com Protection Status
ADS

নিজেদের আড়াল করতেই এখন বিএনপি বলছে দেশে ‘জঙ্গি নেই’ : তথ্যমন্ত্রী ইনু

inu1

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জাসদ গনবাহিনীর সাবেক প্রধান এবং হালের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আজ বলেছেন, ‘বিএনপি নেতৃবৃন্দ ‘দেশে জঙ্গিবাদ নেই’ বা ‘সরকার জঙ্গিবাদকে দেশের বিপদ হিসেবে দেখিয়ে দেশের ভাবমূর্তি বিনষ্ট করছে’ বলে যে বক্তব্য দিয়েছেন, তা তাদের নিজেদের পরিচালিত আগুনসন্ত্রাস বা তাদের পৃষ্ঠপোষকতায় ঘটা জঙ্গিবাদী-মৌলবাদী নাশকতা-অন্তর্ঘাত আড়াল করার চেষ্টা ছাড়া কিছুই নয়।’

তিনি বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে বাংলাদেশ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন।

অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিতের সিদ্ধান্ত নিয়ে বিএনপি নেতৃবৃন্দের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গি-নাশকতা-অন্তর্ঘাত এবং বিএনপি-জামাতের আগুনসন্ত্রাস সফলভাবে দমন করে শেখ হাসিনার সরকার দেশে জননিরাপত্তা ও শান্তি নিশ্চিত করেছে। ফলে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর ছিল উৎসবমুখর। কোন দুর্ঘটনা ঘটেনি। এ থেকে এটাই প্রমাণিত হয় যে, বিভিন্ন সময়ে জঙ্গি তৎপরতা চালানো হলেও সরকার নিরাপত্তা বিধানে দক্ষ এবং সক্ষম।’

এমন পরিস্থিতিতে অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করা দুঃখজনক উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘বিএনপি’র দু’টো বক্তব্য-‘বাংলাদেশে জঙ্গিবাদ নেই’ এবং ‘সরকার জঙ্গিবাদ সম্পর্কে বিদেশে মিথ্যা প্রচার করেছে’, এ দু’টোই অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, সরকার দেশের ভাবমূর্তি নষ্ট করেনি, বরং বিএনপি-জামাতই জঙ্গিবাদী তৎপরতা চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চালিয়েছে। শেখ হাসিনার সরকার সেই অপচেষ্টাকে শক্ত হাতে দমন করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।’

মন্ত্রী বলেন, ‘সরকার মনে করে জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বহু দেশে জঙ্গিবাদীরা অপকর্মে লিপ্ত। বাংলাদেশেও বিএনপি-জামাত চক্রের সক্রিয় পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদের ঘটনা ঘটেছিল এবং এখনও তারা চক্রান্তে লিপ্ত রয়েছে।’

রাজধানীতে ইতালীয় নাগরিক নিহত হওয়াকে বিচ্ছিন্ন একটি ঘটনা বলে দাবি করে হাসানুল হক ইনু বলেন, ‘তবে এ হত্যাকান্ডের সাথে যারা জড়িত, তারা উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালিয়েছে কি না, কর্তৃপক্ষ তা খতিয়ে দেখছে।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, সরকার জঙ্গিবাদী তৎপরতা দমন ও জননিরাপত্তা বিধানে সক্ষম। অস্ট্রেলিয়াসহ সকল দেশ বাংলাদেশে আসতে পারে এবং খেলাধূলা করতে পারে। বিদেশী নাগরিকরাও এখানে স্বচ্ছন্দে অবস্থান ও তাদের কাজ পরিচালনা করতে পারে, এ নিয়ে সিদ্ধান্তহীনতার কোন অবকাশ নেই।

তিনি বিএনপি-জামাতের বিভ্রান্তিমূলক বক্তব্য এবং অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Share this post

scroll to top
error: Content is protected !!