DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

৯/১১ এর মক্কা দূর্ঘটনাঃ ভেঙ্গে পড়া ক্রেনটি ছিলো বিন-লাদেন পরিবারের

makkacক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কাকতালীয় হলেও সত্য যে গত ৯/১১ অর্থাৎ ১১ই সেপ্টেম্বর সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামে যে বিশাল ক্রেনের বাহু চাপা পড়ে নজিরহীন ভাবে অনেক মানুষ হতাহত হয়েছে সেটি ছিল ওসামা বিন লাদেন পরিবারের একটি কোম্পানির।

জার্মানীর তৈরী ক্রেনটি বিন লাদেন গ্রুপের আওতায় পবিত্র মসজিদুল হারামের নির্মাণ ও সংস্কার তৎপরতায় জড়িত ছিল।

saudicrওসামা বিন লাদেনের বাবা মোহাম্মদ এ কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। সৌদি আরবে এ কোম্পানির ব্যাপক এবং লক্ষণীয় প্রভাব রয়েছে। বিন লাদেন পরিবারের এ সংস্থা ১৪০ কোটি পাউণ্ড স্টারলিং ব্যয়ে মসজিদুল হারামের সম্প্রসার কাজে নেতৃত্ব দিচ্ছে।

এ কোম্পানির আওতায় সৌদি আরবে আরো বড় বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এরই অন্যতম হল হারামাইন হাইস্পিড রেল লিংক।

মক্কা-মদিনা হাইস্পিড রেলওয়ে নামেও পরিচিত ৪৫৩ কিলোমিটারের এ প্রকল্প বাস্তবায়িত হলে ইসলামের পবিত্র এই দুই নগরীর মধ্যে যাতায়াত অনেক সহজ হবে।

এ ছাড়া, সৌদি বন্দর নগরী জেদ্দায় বিশ্বের সর্বোচ্চ ভবন কিংডম টাওয়ার নির্মাণের কাজও করছে বিন লাদেন গ্রুপ।

Share this post

scroll to top
error: Content is protected !!