DMCA.com Protection Status
ADS

নেতা-কর্মীদের মুক্তির দাবীতে যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ সমাবেশ ও কনস্যুলেট ঘেরাও

 

usabnpক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব এম.কে.আনোয়ার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক  শওকত মাহমুদ সহ বিএনপি সকল অন্তরীন নেতা-কর্মীদের মুক্তির দাবিতে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট ‍অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

usabnp1যুক্তরাষ্ট্র বিএনপির উচ্চ পদস্থ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ভাইদের উপস্থিতিতে এই বিক্ষোভ সমাবেশটি অনুষ্টিত হয়।যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জনাব শফিকউদ্দীন দুলালের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত বিএনপি নেতারা বলেন,বাংলাদেশ আজ আওয়ামী বাকশালী শাসন শোষনে এক ভয়াল মৃত্যু উপত্যকায় পরিনত হয়েছে।দেশের সবচেয়ে জনপ্রিয় এবং গনমানুষের হৃদয়ে দল বিএনপিকে রাজনৈতিক ভাবে মোকাবেলায় ব্যর্থ আওয়ামী লীগ আজ বিএনপিকে ধংশের খেলায় মেতেছে।

তারা আরও বলেন, যতো চেষ্টাই করা হোকনা কেনো শহীদ জিয়ার নাম,তার পরিবার এবং বিএনপিকে জনগনের হৃদয়পট থেকে কেউ মুছে ফেলতে পারবে না । দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দিক নির্দশনায় এবং দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বিএনপি জনগনের ভালোবাসায় সিক্ত হয়ে অচিরেই আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসবে , ইন শা আল্লাহ।

usabnp2বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সর্বজনাব আবদুল লতিফ সম্রাট , প্রফেসার দেলোয়ার হোসেন , গিয়াস আহমেদ , শরাফত হোসেন বাবু , সুলেমান ভুইয়া ,মোস্তফা কামাল পাশা বাবুল , জসিম উদ্দিন ভুইয়া , গিয়াস মজুমদার ,গিয়াস উদ্দিন ,কাজী আজম , আনোয়ারুল ইসলাম ,আজাদ বাকের ,এম এ বাতেন ,সফিক রহমান  দুলাল , মাওলানা অলিউল্লা আতিক , নান্নু মাওলা , সেলিম রেজা , আতিকুল হক আহাদ , আতাউর রহমান আতা , জাহাঙ্গীর হোসেন ভুইয়া , আমিনুল ইসলাম চৌধুরী , মনির হোসেন জাহাঙ্গীর সরোয়ার্দী , আবুল কালাম , মাহমুদুল হক মুরাদ , সিরাজুল ইসলাম , নুর আলম ,জসিম উদ্দিন , প্রমুখ নেতাগন সহ আরও অনেকে ।

Share this post

scroll to top
error: Content is protected !!