DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ঈদের পরেই খালেদা জিয়ার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল: তথ্যমন্ত্রী ইনু

inu1ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপি জোটের আন্দোলনকালে নাশকতার অভিযোগে খালেদা জিয়ার ‘বিচারে’ ঈদের পরেই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। শনিবার কুষ্টিয়ায় একটি স্কুল ভবন উদ্ধোধনকালে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ঈদের পরেই এই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে। এই ট্রাইব্যুনালে প্রত্যেকটি মানুষ পোড়ানোর ঘটনার মামলা পাঠানো হবে।’

হাসানুল হক ইনু বলেন, ‘প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন যে- আইনের ঊর্ধ্বে কেউ নন। বেগম জিয়াও নন। উনি সাবেক প্রধানমন্ত্রী হতে পারেন, তবে সম্প্রতি দেড় শতাধিক মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারার কর্মকান্ডের যে নেতৃত্ব তিনি দিয়েছেন, সেটা ১৯৭১ সালের গণহত্যার মতো একটি ঘটনা।’

‘৭১-এর গণহত্যার অপরাধে কাউকে যেমন রেহাই দেওয়া হচ্ছে না, তেমনি মানুষ পোড়ানোর দায়ে খালেদা জিয়াও অভিযুক্ত। তাঁর নামে মামলা হয়েছে, তদন্ত শেষ হয়েছে। দুই-একটা মামলায় অভিযোগপত্র হয়েছে।’

‘ট্রাইব্যুনালে খালেদা জিয়া যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে রাজনীতি করবেন, না হলে রাজনীতি থেকে ইস্তফা দিয়ে কারাগারে চলে যাবেন।’ এর বাইরে তাঁর অন্য কোনো পরিণতি নেই বলে মন্ত্রী মন্তব্য করেন।

Share this post

scroll to top
error: Content is protected !!