DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

নিউইয়র্কে সভা পন্ড হওয়ার জন্য আওয়ামী লীগই দায়ী : মুরতাদ গাফফার চৌধুরী

murtad2দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ ইসলাম ধর্ম অবমাননাকর মন্তব্যকারী আওয়ামী ভাবধারার বুদ্ধীজীবি এবং কলামিন্ট মুরতাদ আব্দুল গাফফার চৌধুরী বলেছেন, নিউইয়র্কের কুইন্স ও ব্রুকলিনে তাঁর আলোচনা সভা (রোববার ৫ই জুলাই ২০১৫) পন্ড হওয়ার জন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগই দায়ী। এটি জামায়াত-বিএনপি’র বিজয় নয়, অনুষ্ঠান হয়নি আওয়ামী লীগের অন্ত:দ্বর্ন্দ্বের কারণে।

তিনি আরো বলেন, আমি এর আগে যতবার নিউইয়র্কে এসেছি ততবার প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। কিন্তু আমি প্রতিটি অনুষ্ঠানে অংশ নিয়েছি। কিন্তু রোববার আমি অনুষ্ঠানে যেতে চেয়েও পারিনি। কারণ, আয়োজকরা আমাকে জানিয়েছেন, তারা নিজেরাই বন্দি অবস্থায় রয়েছেন। পুলিশ তাদের এসে উদ্ধার করেছে। আয়োজকরা না চাইলে আমি কিভাবে অনুষ্ঠানে যাব?প্রশ্ন রাখেন গাফফার চৌধুরী।

তিনি মনে করেন, সভায় যেতে না পারার ব্যর্থতা তাঁর নয়, এটি আয়োজকদের ব্যর্থতা। গাফফার চৌধুরী বলেন, আওয়ামী লীগের জন্য আমার দু:খ হয়। এ ঘটনায় এটিই প্রমাণিত হয়, আওয়ামী লীগ ও প্রগতিশীলরা দূর্বল।

Share this post

scroll to top
error: Content is protected !!