DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

কাল বৃহত্তর চট্টগ্রামে হরতালের ডাক ।। লতিফ সিদ্দিকীকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম ।। ইসলামী দল সমূহের কঠোর কর্মসূচি

1414078336 আওয়ামী লীগ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত সংসদ সদস্য লতিফ সিদ্দিকীকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জমাআত। অপরদিকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার না করলে ঢাকা ঘেরাও এবং লাগাতার হরতালের হুমকি দিয়েছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ ইসলামী যুবসেনা আজকের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আগামীকাল হরতাল আহবান করেছে।

 

আহলে সুন্নতঃ

 হজ ও মহানবী (সম্পর্কে বিরূপ মন্তব্যকারী লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে গতকাল রাতে সংস্থার প্রধান সমন্বয়কারী মাওলানা এমএ মতিন আজাদীকে জানানমুরতাদ লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে শাস্তির মুখোমুখি না করলে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। আমরা আহলে সুন্নাতের পক্ষ থেকে দেশে ফেরার সাথে সাথে তাকে গ্রেপ্তার না করায় তীব্র নিন্দা জানাচ্ছি।

 

হজ সম্পর্কে কটূক্তিকারী লতিফ সিদ্দিকীকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে আহলে সুন্নাতের সদস্য সচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার বলেনএর ব্যত্যয় ঘটলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেব। আজ সোমবার প্রেস কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

 

উল্লেখ্যগতকাল রোববার রাত আটটা ৪০ মিনিটে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে ভারত থেকে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী।কিন্তু তার বিরুদ্ধে প্রায় ১ডজন মামলায় গ্রেফতারী পরওয়ানা জারী থাকলেও তাকে বিমানবন্দরে গ্রেফতার করা হয়নি।

 

হেফাজতে ইসলাম : 

 

লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার না করলে ঢাকা ঘেরাও এবং লাগাতার হরতালের হুমকি দিয়েছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। গতকাল রাতে সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্‌ আহমদ শফী ও মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী বলেনআমরা বিভিন্ন সূত্রে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী অবগত হয়েছি ইসলামের মৌলিক ইবাদত হজ নিয়ে কটূক্তি ও মহানবী সম্পর্কে ধৃষ্টতামূলক মন্তব্যকারী স্বঘোষিত মুরতাদ আবদুল লতিফ সিদ্দিকী বিমান বন্দরে অবতরণ করেছেন।

আমরা সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের উদ্দেশে বলতে চাইতাকে সেখান থেকেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ধর্ম অবমাননার অপরাধে মৃত্যুদণ্ড দিতে হবে। আল্লাহরাসূল ও ইসলামের এই প্রকাশ্য শত্রুকে নিয়ে যদি ইঁদুর বিড়াল খেলা হয় তাহলে দেশের নবীপ্রেমিক মুসলমানরা ঘরে বসে থাকবে না। তাকে কোনো কৌশলে বাঁচানোর চেষ্টা হলে হেফাজত ইসলাম শীঘ্রই দুর্বার আন্দোলন গড়ে তুলবে। প্রয়োজনে ঢাকা ঘেরাও এবং লাগাতার হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে।

 

 

ইসলামী যুবসেনা :

 

 সদ্য ফেরত মুরতাদ লতিফ সিদ্দিকীকে আজকের মধ্যে গ্রেপ্তার না করলে আগামীকাল মঙ্গলবার বৃহত্তর চট্টগ্রামে বাংলাদেশ ইসলামী যুবসেনা সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। যুবসেনার চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কাজী আবুল ফোরকান হাশেমীযুগ্ম আহ্বায়ক সৈয়দ মুহাম্মদ আবু আজমআব্দুল মান্নানজসিম উদ্দিন ও সদস্য সচিব মুহাম্মদ নাজিম উদ্দিন এক যুক্ত বিবৃতিতে অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

 

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ 

 

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এক যুক্ত বিবৃতিতে বলেন– হজ্ব ও রসূলে পাক (.) এর শানে কটূক্তিকারী মুরতাদ আব্দুল লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসি না দিলে সারা বাংলায় তীব্র আন্দোলন চলবে। তাঁকে দ্রুত গ্রেপ্তার করুন ও বিচারের আওতায় আনুন। নয়তো সরকারকে তার চরম মূল্য দিতে হবে। এছাড়া চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে আজ বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

Share this post

scroll to top
error: Content is protected !!