DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

আজ বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা এবং সাবেক সাংসদ নজরুল ইসলামের ৩য় মৃত্যুবার্ষিকী

2377722c5df31a478ecd557b55a89e38আজ ২৪ নভেম্বর বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্যজা.গ. দল  হতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রূপান্তর প্রক্রিয়ার অন্যতম উদ্যোগী নেতা১৯৭৯ এ অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে পটিয়া (চট্টগ্রাম১১থেকে নির্বাচিত সংসদ সদস্য নজরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী।

 

বরেণ্য শিক্ষাবিদ মরহুম আবদুর রহমানের জ্যৈষ্ঠ সন্তান মরহুম নজরুল ইসলাম ছাত্রজীবনে সর্বভারতীয় মুসলিম ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তখন থেকেই তিনি নিজেকে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িয়ে রাখেন।

 

চট্টগ্রাম জেলা বোর্ডের একমাত্র নির্বাচনে (এখন পর্যন্ত অনুষ্ঠিত১৯৫৪ সালে যুক্তফ্রন্টের মনোনীত প্রার্থী হিসাবে তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে সদস্য নির্বাচিত হন। ৫০ দশকের মাঝামাঝি সময়ে তিনি গড়ে তুলেন “দি সোসাইটি অব আর্টসলিটেরেচার অ্যান্ড ওয়েলফেয়ার। জমিয়াত উল ফালাহ এর প্রতিষ্ঠাতাদের মধ্যে তিনি অন্যতম। এম.এসএর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন সত্তরআশির দশকে।

 

পটিয়াতে মোহসেনা মাতৃসদন ও শিশু স্বাস্থ্য কেন্দ্রমোহসেনা প্রাথমিক বিদ্যালয়,আবদুর রহমান বালিকা বিদ্যালয়, (বর্তমানে উভয়ই জাতিয়করণকৃতপ্রতিষ্ঠা করে তিনি জনহিতকর কর্মে তার প্রত্যয় ব্যক্ত করেন।

 

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পটিয়ার পারিবারিক কবরস্থানে জিয়ারতসহ বিভিন্ন এতিমখানায় খাদ্য বিতরণ করার মধ্য দিয়ে কর্মসূচি পালন করা হবে। 

Share this post

scroll to top
error: Content is protected !!