DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

ভারতের মন্ত্রী হচ্ছেন বাংলার প্রখ্যাত শিল্পী বাবুল সুপ্রিয়

Babulআসানসোলের সংসদ সদস্য এবং ভারতের প্রখ্যাত সঙ্গিত শিল্পী বাবুল সুপ্রিয় ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হচ্ছেন এটা প্রায় নিশ্চিত। রোববার নতুন ২০ মন্ত্রী শপথ নেবেন। আর সে কারণে বাংলার বাবুলও ইতোমধ্যে মুম্বাইয়ে অবস্থান করছেন। এমনটাই নিশ্চিত করেছে বিজেপি সূত্র।

বিজেপি সূত্রে জানা গেছে, মন্ত্রী করা হবে জানিয়ে বাবুলকে রোববার সকালে তার বাসভবনে যেতে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বাবুলকে কী মন্ত্রী করা হবে, বা কোন দপ্তর দেয়া হবে, তা এখনো জানানো হয়নি। বাবুল সুপ্রিয়কে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি এখনই কিছু বলতে চাননি।

জানা গেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন গোয়ার সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। এছাড়া বিহারের রাজীবপ্রতাপ রুডি, গিরিরাজ সিংহ, রামকৃপাল যাদব, উত্তরপ্রদেশের মুক্তার আব্বাস নকভি, হরিয়ানার চৌধুরী বীরেন্দ্র সিংহ, পঞ্জাবের বিজয় সনপলা, ঝাড়খণ্ডের জয়ন্ত সিংহ, রাজস্থানের রাজ্যবর্ধন সিংহ রাঠৌর, সম্বরলাল জাঠ, মহারাষ্ট্রের হংসরাজ অহির এবং হিমাচলপ্রদেশের জে পি নাড্ডাও মন্ত্রিপরিষদে স্থান পেতে পারেন।

এদিকে শপথগ্রহণের আগে মন্ত্রিসভার নবাগতদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি।

Share this post

scroll to top
error: Content is protected !!