DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

কাল বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহাঃজেনে নিন,রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত

 eid1আগামীকাল সোমবার  পবিত্র ঈদ উল আজহা। মহান আল্লাহর উদ্দেশে পশু কোরবানির মধ্য দিয়ে দেশের মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করবে। রাজধানীতে  এবার জাতীয় ঈদগাহসহ বিভিন্ন স্থানে ৩৬২টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।  ঈদের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহে।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই মসজিদে প্রথম জামাত সকাল সাতটায়, দ্বিতীয় জামাত আটটায়, তৃতীয় জামাত নয়টায়, চতুর্থ জামাত ১০টায় অনুষ্ঠিত হরেব। এর পর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে পঞ্চম শেষ জামাত।

এছাড়া রাজধানীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের জামাতের ব্যবস্থা থাকবে। এসব স্থানে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

সায়েদাবাদ আরজুশাহ দরবার শরীফ বড় জামে মসজিদে প্রথম জামাত সকাল সাতটায়। একই সময়ে মোহাম্মদপুর কৃষি বাজার তাহেরিয়া জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে।

সোয়া সাতটায় জামাত হবে দক্ষিণ মুগদা ব্যাংক কলোনির রসূলবাগ জামে মসজিদে এবং দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে।

দক্ষিণ বাসাবো বালুর মাঠে, উত্তর শাহজাহানপুর দক্ষিণ খিলগাঁও ঝিল মসজিদ, শান্তিবাগে হাজী আব্দুল কাদির জামে মসজিদ কমপ্লেক্স, ইসলাম বাগ ঈদগাহ ময়দান, মিরপুরের দারুস সালামের ফুরফুরা দরবার শরীফ কমপ্লেক্সে, এলিফেন্ট রোডস্থ এরোপ্লেন মসজিদ, খিলগাঁওয়ের পল্লীমা সংসদ, লক্ষ্মীবাজার মিয়া সাহেবের ময়দান খানকা শরীফ জামে মসজিদ, খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ ময়দানে সকাল সাড়ে সাতটায় প্রথম জামাত হবে।

একই সময়ে জামাত অনুষ্ঠিত হবে নয়াপল্টন জামে মসজিদ, দারুল ঈমান জামে মসজিদ, মোহাম্মদপুরের মসজিদে তৈয়্যেবিয়া, কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, কল্যাণপুর এস্টেট জামে মসজিদে।

সকাল পৌনে আটটায় জামাত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে গেণ্ডারিয়ার ধুপখোলা মাঠে জামাত হবে।

ফার্মগেটস্থ মসজিদ বায়তুশ শরফ, চিশতিয়া সাইদিয়া দরবার জামে মসজিদ, লক্ষ্মীবাজার নূরানী জামে মসজিদ, আরামবাগ দেওয়ানবাগ শরীফে, নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব বাড়ী মরিয়ম বিবি শাহী মসজিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জামাত সকাল আটটায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংলগ্ন মাঠ, সায়েদাবাদ আরজুশাহ দরবার শরীফ বড় জামে মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়। একই সময়ে মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স, মগবাজার বিটিসিএল কলোনি জামে মসজিদ, কলাবাগান বশির উদ্দিন রোড জামে মসজিদ, বনানী কেন্দ্রীয় জামে মসজিদ, আবুজর গিফরি কলেজ মাঠে জামাত অনুষ্ঠিত হবে।

সোয়া আটটায় যেসব স্থানে জামাত : দক্ষিণ মুগদা ব্যাংক কলোনির রসূলবাগ জামে মসজিদে দ্বিতীয় জামাত, খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ ময়দানে দ্বিতীয় জামাত।

সাড়ে আটটার জামাত: দক্ষিণ বাসাবো বালুর মাঠে দ্বিতীয় জামাত, ইসলামবাগ ঈদগাহ ময়দানে দ্বিতীয় জামাত, গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ, দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জামাত।

সকাল নয়টায় কাজলার পাড় বায়তুল জান্নাত জামে মসজিদে জামাত অনুষ্ঠিত হবে। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জামাত, সায়েদাবাদ আরজুশাহ দরবার শরীফ বড় জামে মসজিদে তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।

সোয়া নয়টায় ইসলাম বাগ ঈদগাহ ময়দানে তৃতীয় জামাত। আরামবাগে দেওয়ানবাগ শরীফে দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে নয়টায়।

সকাল ১০টায় বিশ্ব জাকের মঞ্জিল, আরামবাগ দেওয়ানবাগ শরীফে তৃতীয় জামাত, নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব বাড়ী মরিয়ম বিবি শাহী মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে

Share this post

scroll to top
error: Content is protected !!