DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’র উদ্ধোধন আগামীকাল

10705146_10201826319539722_828658019_nযুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’ (Honorary Ziaur Rahman Way) নামে নামকরণ করা একটি সড়ক উদ্ধোধন করা হচ্ছে আগামীকাল ১৪ সেপ্টেম্বর। 

শিকাগো শহরের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত ‘মাদার তেরেসা’ সড়কের সন্নিকটস্থ এ সড়কটির উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিকাগোর মেয়র তথা হোয়াইট হাউসের সাবেক চিফ অব স্টাফ রাম-ই ম্যানোয়েল, শহরের গভর্নর প্যাট কুইস, কংগ্রেসম্যান জন সেকেকসি, ইলিনয়ের সেক্রেটারি অব স্টেট জেসি হোয়াইট ও কাউন্সিলর সহ ঊর্ধ্বতন সরকারী ও বেসরকারী সুধীবৃন্দ।

10668313_10201826294699101_213059515_nএ সড়কটি নামকরণ করার জন্য গত মে মাসের ২৮ তারিখে শিকাগো শহরের ট্রান্সপোর্টেশন এন্ড পাবলিক ওয়ে কমিশন উক্ত সড়কটি ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’ (Honorary Ziaur Rahman Way) নামকরণের জন্য একটি অর্ডার প্রধান করে। শিকাগো কাউন্সিলের দাপ্তরিক ওয়েব সাইটে এ ব্যাপারে অর্ডারটি প্রকাশিত হয়। অর্ডারেপত্রের লিংক নিচে দেয়া হল এবং অর্ডারপত্রটির একটি কপি সংযুক্ত করা হল। 

Share this post

scroll to top
error: Content is protected !!