DMCA.com Protection Status
সাফল্যের ১১ বছর

আওয়ামী সরকার উৎখাতের ষঢ়যন্ত্রে যুক্তরাষ্ট্র ? কিছুতে মিলছে না অংক!

images (55)শাহরুখ খান আমার কাছে ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন। অনুরোধ প্রত্যাখ্যান করেছি। এই জন্য সামান্যই আক্কে্ল খরচ করতে হয়েছে।

বিডিনিউজওয়ালাদের আক্কেল আমাদের মত নির্বোধপ্রায় আমজনতার আক্কেলের চেয়ে বহুগুন ভালো নিশ্চয়ই! জানতে কৌতুহল হয় কতটুকুই বা আক্কেল লাগে এই প্রশ্ন করতে–ওবামারে কি পাগলা কুত্তায় কামড়াইছে যে আমেরিকা সস্তাশ্রম-তেল-গ্যাস-খনি-কোম্পানি-কর্পোরেট-টিফা-টিকফাবান্ধব একটি সরকারকে উৎখাতে নামবে?

আশেপাশে অনেকেই দেখি সন্দেহ করছেন খারাপ কিছু একটা রান্নাবান্না হচ্ছে। মিডিয়ার সরকার-উৎখাত তত্ত্ব, ফারুকি হত্যাকান্ডকেন্দ্রিক রাজনীতি; আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনকালীন সময়েই দুর্গম পার্বত্যাঞ্চলে অস্ত্রখনি আবিস্কার; পাহাড়ে ধর্ষন; বিডিনিউজের ডি.বি.নিউজের রূপধারণ; অন্য মিডিয়ারও একই পদাঙ্ক অনুসরণ; ফেসবুকে পাখি পোষাকের নতুন ফ্যাশন লেখার অপরাধে বা বোন-ভাইগ্না সম্বোধনের বেয়াদবির কারণে গ্রেফতার এবং রিমান্ড; তার উপর ‘১৯৭১ ঘরে বাইরে’ নামের স্মৃতিকথা বিষয়ক বেদরকারি অতি-উত্তাপ, জাওয়াহিরি ভিডিও–আশা করবো এসব খারাপ কিছুর লক্ষণ নয়!

আল-কায়েদার নামে ভারত-বাংলাদেশ-বার্মা নিয়ে দেয়া ভিডিও মেসজটি আসল না-কি বানোয়াট বিশেষজ্ঞরা এখনো খতিয়ে দেখছেন। আসল-নকল যাই হোক এটি খুবই খারাপ লক্ষণ। ২০০৫ হতে ২০০৭ এ আটটি জাওয়াহিরি ভিডিও ভূয়া প্রমানিত হয়েছে। ভারত-বাংলাদেশ বিষয়ে ২০০৮এ প্রথমবার, সাত মাস আগে দ্বিতীয়বার একই ধরণের দুটো ভিডিও মেসেজও ভূয়া প্রমানিত হয়েছে। গত তিন দিন ধরে বিশেষজ্ঞ সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিলাম।

আগের সব সময়ের মত এবারও বিশেষজ্ঞরা চুপচাপ সময়ক্ষেপনে থাকায় খানিকটা মনে হয় এবারেরটিও ভূয়া নয়তো? মনে প্রশ্ন জাগে ভারত-বাংলাদেশ-বার্মাকে টার্গেটই যদি করবে তো আজান দিয়ে, ঘোষনা দিয়ে করবে কি? নাম ধরে ধরে পত্র-পত্রিকা-ভিডিওতে ছড়িয়ে, জানিয়ে-শুনিয়েতো করারই কথা নয়? করতে চাইলে খুবই সঙ্গোপনে-সন্তর্পনেই করার কথা নয় কি? কৌশলগত কারণে দেশগুলোর নাম কোনোভাবে উচ্চারণও না করার কথা নয় কি?

Share this post

scroll to top
error: Content is protected !!